নতুন নিয়ম চালু করতে উদ্যোগী কেন্দ্রীয় সরকার
নিউজ অফবিট ডিজিটাল ডেস্কঃ অচেনা মোবাইল নম্বর থেকে হঠাৎ ফোন। কখনো ভুয়ো কল কিংবা কখনো রং নম্বর। দিনের দরকারি কাজের মাঝখানে এইসব ফোনে অতিষ্ট হয়ে ওঠেন কম বেশি সকলেই। আবার অনেকে অচেনা নম্বর থেকে আসা ফোন ধরতেও চান না। এই সমস্যাগুলি থেকে বাঁচতে মুশকিল আসান ট্রু কলারের মত বিভিন্ন অ্যাপ্লিকেশনগুলি।
এবার ট্রু কলারের ফিচারগুলিকে মোবাইলের ইন বিল্ড ফিচার বানাতে উদ্যোগী হচ্ছে দেশের কেন্দ্রীয় সরকার। অর্থাৎ নতুন নিয়ম চালু হলে আপনার মোবাইলে অচেনা নম্বর থেকে ফোন করা কলারের নাম নিজে থেকেই ভেসে উঠবে মোবাইলের স্ক্রিনে। সেক্ষেত্রে কোনো থার্ড পার্টি অ্যাপ ছাড়াই এই সুবিধা পাবেন সাধারণ ব্যবহারকারীরা।
এই কাজে মানুষের কেওয়াইসি তথ্য ব্যবহার করা হবে তাই ট্রু কলার যেসব ক্ষেত্রে সব নাম ঠিক দেখাতে পারে না সেখানে সঠিক তথ্য দেবে মোবাইল। সম্প্রতি এই নিয়ে বিশেষ একটি ঘোষণা করেছিল ট্রাই। যদিও ব্যবহারকারীদের গোপনীয়তা এই নিয়মে কতটা অটুট থাকবে তাই নিয়ে আলোচনা শুরু করেছে বিশেষজ্ঞ মহল।
আরও পড়ুনঃ ৫৩০ কোটি বাতিল মোবাইল!│Abolition of 530 crore mobile phones

