নিউজ অফবিট ডিজিটাল ডেস্কঃ সীমান্তে উত্তেজনার পারদ চরমে। ভারত-পাক সংঘাতের জেরে কাশ্মীরের পরিস্থিতি সন্তোষজনক নয়। যার জেরে মুখ থুবড়ে পড়ছে ভূস্বর্গের পর্যটন ব্যবস্থা। গত কয়েক সপ্তাহে প্রবল ধাক্কা খেয়েছে পর্যটন ব্যবসার সঙে যুক্ত কাশ্মীরের মানুষজন। তাঁদের আয় এখন শূন্যে গিয়ে ঠেকেছে। এই পরিস্থিতিতে অভিনব উপায় বাতলালেন হোটেল মালিকেরা।
এক সর্বভারতীয় সংবাদমাধ্যমে প্রকাশ, সমস্যার সুরাহার ফেসবুক পোস্টের মাধ্যমে কাইজার নামে একটি হোটেল কর্তৃপক্ষ, প্রত্যেককে ফ্রিতে কাশ্মীরে ঘোরার জন্য আবেদন জানিয়েছে। সম্প্রতি ‘কান্ট্রিসাইড কাশ্মীর ট্যুর এন্ড ট্রাভেলস’ নামে একটি ফেসবুক পেজে এই পোস্ট করা হয়েছে। পোস্টের বার্তা, যতদিন না পর্যন্ত উপত্যকার পরিস্থিতি স্বাভাবিক হচ্ছে, ততদিন কাইজার হোটেল কর্তৃপক্ষ পর্যটকদের বিনামূল্যে হোটেলের ঘর দেবে। সেই ফ্রিতে খাবারও মিলবে। এই পেজে আরও পোস্টের মাধ্যমে বলা হয়েছে, কাশ্মীরে পর্যটকরা সম্পূর্ণ বিপদমুক্ত। তাহলে আর দেরি কেন? অ্যাডভেঞ্চার প্রিয় হলে বেরিয়ে পড়ুন।