নমস্কার কি ও কেন?


নিউজ অফবিট ডিজিটাল ডেস্কঃ প্রথম দেখায় বা অনেকদিন পর দেখা হলে নমস্কার করা সনাতন ধর্মের প্রথা। আমরা জোড় হাত করে বুকে ঠেকিয়ে নমস্কার করি। কিন্তু আপনি কি জানেন এই নমস্কারের অর্থ কী? কেন আমরা নমস্কার করি। এর অর্থ খুঁজতে গেলে আমাদের ফিরে যেতে হবে ১৯৩৩ সালে। দ্বিতীয় বিশ্ব ধর্ম মহাসম্মেলনে যোগ দিতে গিয়েছিলেন ডঃ মহানামব্রত ব্রহ্মচারী। ব্রম্মচারী হওয়ায় তাঁর পরনের পোশাক ছিল অদ্ভুত। সম্মেলনে গিয়ে তিনি বিভিন্নধর্মী সবাইকে উদ্দেশ্য করে সনাতনী ভঙ্গিতে 'মাথায় ও বুকে হাত ঠেকিয়ে' নমস্কার জ্ঞাপন করলেন। সবাই চিৎকার করে উঠলেন, এ আপনি কী করলেন? অনেকে বিদ্রূপ করলেন। তাঁরা তাঁকে ব্যঙ্গ করতে লাগলেন। তখন তিনি ইংরেজীতে উত্তর দিলেন, 'আমি তোমাদের সম্বোধন মানে নমস্কার করছি।' সবাই তো অবাক। প্রশ্ন, আমরা তো Hi, Hello বলে অন্যকে সম্বোধন করি। আর আপনি এভাবে করলেন কেন? এর মানে কি?  
তিনি উত্তর দিলেন, এটা হল নমস্কার। এর মানে, "With head & heart I salute the God in you "। বাংলা তর্জমা করলে এর মানে দাঁড়ায় 'আপনার অন্তঃস্থ ঈশ্বরকে আমি অন্তর দিয়ে অনুভব করছি ও সম্মান প্রদর্শন স্বরূপ তাঁর কাছে মাথা নত করে প্রণাম জ্ঞাপন করছি।' তাঁর এমন সুন্দর উত্তরে চমকে উঠলেন বিশ্ববাসী। সেদিন তাঁরা বুঝেছিলেন সনাতন ধর্মের মাহাত্ম। 


নমস্কার সবাইকে। 

0/Post a Comment/Comments

নবীনতর পূর্বতন