SPU-তে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের সভা

নিউজ অফবিট ডিজিটাল ডেস্ক: সিকিম স্টেট স্টুডেন্টস মিট ABVP-এর SPU-তে আয়োজিত 30 এপ্রিল, 2024 তারিখে গ্যাংটকের সিকিম প্রফেশনাল ইউনিভার্সিটির সেমিনার হলে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের সিকিম রাজ্য ছাত্রদের সভা অত্যন্ত উৎসাহের সাথে আয়োজিত হয়েছিল। অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের জাতীয় সাংগঠনিক সম্পাদক শ্রী আশিস চৌহান। (ABVP)। প্রধান অতিথি হিসাবে, শ্রী আশীষ চৌহান, সিকিম প্রদেশের অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ (ABVP) এর বিভিন্ন কর্মকর্তা ও কর্মীদের (কার্যকর্তা) ভাষণ দেওয়ার সময় ABVP-এর কর্মসূচি এবং নীতিগুলি সাধারণ মানুষের কাছে নিয়ে যাওয়ার আহ্বান জানান। এর পাশাপাশি তিনি কর্মসংস্থানমুখী শিক্ষার বিভিন্ন দিকে আলোকপাত করেন এবং অনেক মহাপুরুষের উদাহরণ পেশ করেন এবং তাদের কাছ থেকে শিক্ষা গ্রহণের আহ্বান জানান। গবেষণা কাজের ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, প্রতিটি কাজ আমাদের পূর্ণ দক্ষতার সঙ্গে করতে হবে এবং সেই কাজে সমাজের পূর্ণ অংশগ্রহণ থাকতে হবে। কর্মসূচির একই ধারাবাহিকতায় এবিভিপি-র বিভিন্ন কর্মকর্তা, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা, শিক্ষক, অধ্যাপক ও কর্মচারীরা একটি সভার আয়োজন করেন। সভায় ABVP এর বিভিন্ন আসন্ন কর্মকান্ড নিয়ে আলোচনা ও মন্থন হয় এবং সভায় সকল অংশগ্রহণকারীরা তাদের মতামত ব্যক্ত করেন এবং আগামী পরিকল্পনা সম্পর্কে অবহিত করেন।
এই উপলক্ষে সিকিম প্রফেশনাল ইউনিভার্সিটির রেজিস্ট্রার, প্রফেসর রমেশ কুমার রাওয়াত স্বাগত বক্তব্য রাখেন এবং ABVP-এর জাতীয় সাংগঠনিক সম্পাদক শ্রী আশিস চৌহানকে খাদা (পটাকা) এবং স্মারক উপহার দিয়ে স্বাগত জানান। এই শুভ অনুষ্ঠানে প্রফেসর রমেশ কুমার রাওয়াত, সিকিম প্রফেশনাল ইউনিভার্সিটির রেজিস্ট্রার, শ্রী অপাংশু শেখর শীল, আঞ্চলিক সাংগঠনিক সম্পাদক, এবিভিপি, পৃথ্বী সিং রানা, সিকিম রাজ্য সাংগঠনিক সম্পাদক, এবিভিপি, গণেশ নিওপানি, সিকিম রাজ্য সভাপতি, এবিভিপি, ড. দুর্গামণি ধাকাল, প্রাক্তন রাষ্ট্রপতি, সিকিম রাজ্য, এবিভিপি, অধ্যাপক মহেন্দ্র সিং সেবাদা, সহ-সভাপতি, সিকিম রাজ্য, এবিভিপি, ড. রাকেশ কুমার, অধ্যাপক, সিএইউ, রানিপুল, গ্যাংটক, সিকিম, অধ্যাপক লক্ষ্মণ শর্মা, রেজিস্ট্রার, সিকিম বিশ্ববিদ্যালয়, গ্যাংটক প্রফেসর জ্যোতি প্রকাশ তামাং, প্রফেসর ভোজ কুমার আচার্য্য, তামাং, প্রফেসর প্রদীপ ত্রিপাঠী, প্রফেসর রেনু পন্তকে খাদা (পটাকা) ও স্মারক প্রদান করে। এই উপলক্ষ্যে রাজ্যের বিভিন্ন বিশ্ববিদ্যালয়, কলেজ ও শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীদেরও বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে সম্মানিত করা হয়।

0/Post a Comment/Comments

নবীনতর পূর্বতন