সতীশ পুনিয়ার পুত্রের বিবাহে গোলাপি শহরে চাঁদের হাট ︱Satish Poonia’s Son’s Wedding: A Moonlit Celebration in the Pink City


নিউজ অফবিট ডিজিটাল ডেস্কঃ রাজস্থানের বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি ডঃ সতীশ পুনিয়ার পুত্র মহীপ পুনিয়ার বিয়ে সম্পন্ন হল জয়পুরে। সম্প্রতি রাজস্থানের জয়পুরে ইপি সেন্ট্রাল পার্কে অনুষ্ঠিত হয় শুভ বিবাহোত্তর আশীর্বাদ অনুষ্ঠান। এই আনন্দঘন উৎসবে গোলাপি শহরের আবহ যেন আরও প্রাণবন্ত হয়ে ওঠে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিকিম প্রফেশনাল ইউনিভার্সিটির কুলসচিব প্রফেসর (ডঃ) রমেশ কুমার রাওয়াত, আজমেরের প্রাক্তন বিজেপি জেলা সহ-সভাপতি সঞ্জয় খান্ডেলওয়াল, রাজস্থানের প্রাক্তন মন্ত্রী সুশীল কাটারা এবং কৃষক নেতা রামকিশন খীঁচর। 

অনুষ্ঠানে অংশ নেন রাজনীতির একাধিক গন্যমান্য ব্যক্তি। নবদম্পতি মহীপ পুনিয়া ও সিপ্পি পুনিয়াকে দীর্ঘ ও সুখী দাম্পত্য জীবনের শুভকামনা জানান অতিথিরা। উপস্থিত ছিলেন হরিয়ানার প্রাক্তন মুখ্যমন্ত্রী মনোহরলাল খট্টর, রাজস্থানের উপ-মুখ্যমন্ত্রী দিয়া কুমারী, প্রাক্তন মুখ্যমন্ত্রী ও বর্তমান আসাম রাজ্যের রাজ্যপাল গুলাবচাঁদ কাটারিয়া, প্রাক্তন মুখ্যমন্ত্রী অশোক গেহলট, কেন্দ্রীয় জলশক্তি মন্ত্রী গজেন্দ্র সিং শেখাওয়াত সহ বহু বিশিষ্ট অতিথি।


সকলেই নবদম্পতির প্রতি শুভেচ্ছা ও আশীর্বাদ জানান। প্রফেসর রমেশ কুমার রাওয়াত, সঞ্জয় খান্ডেলওয়াল, সুশীল কাটারা এবং রামকিশন খীঁচর নবদম্পতির দাম্পত্য জীবন প্রেম, সুখ ও সমৃদ্ধিতে ভরে উঠুক এই প্রার্থনা করেন। ডঃ সতীশ পুনিয়া এবং তাঁর পরিবারকেও বিশেষ শুভেচ্ছা জানানো হয়। এই অনুষ্ঠানের মধ্য দিয়ে রাজনৈতিক এবং সামাজিক মহলে সৌহার্দ্যের এক অনন্য নজির স্থাপিত হয়।

প্রফেসর (ডঃ) রমেশ কুমার রাওয়াত সম্প্রতি সিকিম প্রফেশনাল ইউনিভার্সিটির কুলসচিব হিসেবে দায়িত্ব পালন করছেন এবং তিনি বিভিন্ন সামাজিক ও শিক্ষাগত ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। তিনি "সোশ্যাল চেঞ্জমেকার্স অ্যাওয়ার্ড ২০২৪" এবং "এক্সেলেন্স ইন লিডারশিপ অ্যাওয়ার্ড" সহ বিভিন্ন সম্মাননা পেয়েছেন। 

0/Post a Comment/Comments

নবীনতর পূর্বতন