আন্তর্জাতিক লাইফ সেভার পুরস্কার অর্জন সিকিম প্রফেশনাল ইউনিভার্সিটির

SPU-Received-International-Life-Saver-award

নিউজ অফবিট ডিজিটাল ডেস্কঃ
সিকিম প্রফেশনাল ইউনিভার্সিটির মুকুটে আরও এক নতুন পালক। এবার এল আন্তজাতিক লাইফ সেভার পুরস্কার।  ভারত জুড়ে অনুষ্ঠিত একদিনের বৃহত্তম রক্তদান অভিযানে সিকিম প্রফেশনাল কলেজ অফ নার্সিং-এর ছাত্রছাত্রীদের অংশগ্রহণের স্বীকৃতি স্বরূপ এই পুরস্কার। এই অভিযানটি জাতীয় ইন্টিগ্রেটেড ফোরাম অফ আর্টিস্টস এন্ড এক্টিভিস্টস (এনআইএফএএ) দ্বারা পরিচালিত হয়েছিল।  এর আগে সিকিম প্রফেশনাল ইউনিভার্সিটি ওয়ার্ল্ড বুক অফ রেকর্ডে অংশগ্রহণের শংসাপত্র পেয়েছে। 

সিকিম প্রফেশনাল ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক জে.এ. আরুল চেলাকুমার, সিকিম প্রফেশনাল ইউনিভার্সিটির সহ-উপাচার্য  অধ্যাপক যশবন্ত সোখী, বিশ্ববিদ্যালয়ের নিয়ামক প্রফেসর রমেশ কুমার রাওয়াত- সহ সমস্ত শিক্ষক, শিক্ষাকর্মী এবং শিক্ষার্থীরা এই অর্জনে আনন্দ প্রকাশ করেন। বিশ্ববিদ্যালয়ের নিয়ামক প্রফেসর রমেশ কুমার রাওয়াত জানান, বিশ্ববিদ্যালয়কে এগিয়ে নিয়ে যেতে এবং এর গৌরবকে অক্ষুণ্ণ রাখতে ভবিষ্যতে এই ধরনের কাজে আমরা বদ্ধ পরিকর। 

0/Post a Comment/Comments

নবীনতর পূর্বতন