বিবিএ, বিসিএ প্রোগ্রামে প্রথম স্থানে উষা মার্টিন বিশ্ববিদ্যালয়, ইঞ্জিনিয়ারিং শাখায় দ্বিতীয়

#education #OpenMagazineBestColleges2023Rankings #UshaMartinUniversity  #BBABCAinJharkhand

নিউজ অফবিট ডিজিটাল ডেস্কঃ ওপেন ম্যাগাজিন সেরা কলেজ ২০২৩ র‍্যাঙ্কিং-এ উষা মার্টিন বিশ্ববিদ্যালয় ম্যানেজমেন্ট শাখায় (বিবিএ এবং বিসিএ) ঝাড়খণ্ডের সেরা বিশ্ববিদ্যালয়ের স্থান অর্জন করল। অন্যদিকে ইঞ্জিনিয়ারিং শাখায় দ্বিতীয় স্থান অধিকার করেছে তারা। ঝাড়খণ্ডের উষা মার্টিন বিশ্ববিদ্যালয় (ইউএমইউ) উচ্চশিক্ষায় একটি উজ্জ্বল নাম। এই প্রতিষ্ঠানটি  শিক্ষাক্ষেত্রের বিভিন্ন শাখায় সুনামের সঙ্গে এগিয়ে চলেছে, যার ফলস্বরূপ  ঝাড়খণ্ডের সেরা বিশ্ববিদ্যালয় হিসেবে প্রশংসিত হয়েছে। শিক্ষাগত উন্নতির ক্ষেত্রে প্রতিশ্রুতি পূরণে তারা বদ্ধ পরিকর। 

এই সম্মান অর্জনের পর উষা মার্টিন বিশ্ববিদ্যালয়ের চেয়ারম্যান শ্রী হেমন্ত গোয়াল মহাশয় সকলকে শুভেচ্ছা জানান। তিনি বলেন, 'এই প্রশংসাগুলি প্রমাণ করে যে আমরা আমাদের ছাত্রদের জন্য একটি সমৃদ্ধ এবং উপযুক্ত  পরিকাঠামো দিতে পেরেছি।'  সাম্প্রতিক কৃতিত্বের বিষয়ে মন্তব্য করতে গিয়ে হেমন্ত গয়াল বিশ্ববিদ্যালয়ের একাডেমিক দক্ষতা এবং নিবেদিতপ্রাণ অনুষদের জন্য অত্যন্ত গর্ব প্রকাশ করেছেন। সেই সঙ্গে তিনি শিক্ষার্থীদের মধ্যে ডিজিটাল দক্ষতা গড়ে তোলার প্রতি জোর দেন। উচ্চশিক্ষার বিভিন্ন শাখায় প্রগতিশীল গবেষণা, উৎকৃষ্ট উদ্ভাবনের উপর এই  বিশ্ববিদ্যালয় নিরলস ভাবে কাজ করে চলেছে বলে তিনি জানান। 


#education #OpenMagazineBestColleges2023Rankings #UshaMartinUniversity #BBABCAinJharkhand

0/Post a Comment/Comments

নবীনতর পূর্বতন