নিউজ অফবিট ডিজিটাল ডেস্কঃ “কিশনগড়-রেনওয়াল রত্ন” সম্মানে ভূষিত হলেন সিক্কিম প্রফেশনাল ইউনিভার্সিটির রেজিস্ট্রার প্রফেসর (ড.) রমেশ কুমার রাওয়াত । সম্প্রতি অল ইন্ডিয়া কিশনগড়-রেনওয়াল প্রবাসী মণ্ডলের উদ্যোগে রাজস্থানের জয়পুরের শাস্ত্রী নগরের অল ইন্ডিয়া খাণ্ডেলওয়াল মহাসভার অডিটোরিয়ামে আয়োজিত এক জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানে এই সম্মান প্রদান করা হয়। অনুষ্ঠানে প্রফেসর রাওয়াতকে সংবর্ধনা জানান মণ্ডলের সভাপতি বিশ্বনাথ মারু, কার্যকরী সভাপতি শ্যাম সোনি, সাধারণ সম্পাদক জ্যোতি প্রকাশ ভাটারা, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট পদ্মচন্দ বিলালা, কোষাধ্যক্ষ সীতারাম জাখোতিয়া এবং মণ্ডলের মুখপত্র ‘খাণ্ডেলওয়াল মহাসভা’ পত্রিকার প্রধান সম্পাদক রাম নিরঞ্জন খুন্তেতা সহ একাধিক বিশিষ্টজন। তাঁকে উত্তরীয়, মালা ও শাল পরিয়ে সংবর্ধিত করা হয়। অনুষ্ঠানে মণ্ডলের ডিরেক্টরি প্রকাশ ও মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে দিনটি বিশেষ হয়ে ওঠে। উল্লেখ্য, প্রতিবছর দেশ-বিদেশে শিক্ষাবিদ, সাংবাদিক, গবেষক ও সমাজসেবায় অসামান্য অবদান রাখা ব্যক্তিত্বদের এই সম্মান দেওয়া হয়। প্রফেসর রাওয়াত শিক্ষা, গবেষণা, সাংবাদিকতা, জনসংযোগ এবং সামাজিক কর্মকাণ্ডে তাঁর অবদানের জন্য এই সম্মান পেয়েছেন ।
জয়পুর জেলার চোমু তহসিলের বাসিন্দা প্রফেসর রাওয়াত বর্তমানে সিক্কিম প্রফেশনাল ইউনিভার্সিটির রেজিস্ট্রার হিসেবে দায়িত্ব পালন করছেন। PhD, MCJ, LLB সহ মোট ১৩টি শিক্ষাগত যোগ্যতার অধিকারী রাওয়াত স্যার দীর্ঘ ২০ বছরের শিক্ষকতা, ১০ বছরের ইন্ডাস্ট্রি ও ১২ বছরের জনসংযোগের অভিজ্ঞতা অর্জন করেছেন। বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও সংবাদমাধ্যমে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। Webdunia, Rajasthan Patrika, Dainik Bhaskar, Sadhna TV-তে কাজের অভিজ্ঞতা সহ তাঁর আন্তর্জাতিক সাংবাদিকতা কার্যক্রমও প্রশংসনীয়। তিনি ৩০টি গবেষণাপত্র ও ২টি বই রচনা করেছেন এবং ৫০টিরও বেশি সম্মান, পুরস্কার ও প্রশংসাপত্র পেয়েছেন। India Book of Records এবং Asia Book of Records-এ একাধিকবার তাঁর নাম উঠে এসেছে। পাশাপাশি তিনি ২০০-রও বেশি ওয়েবিনার, সেমিনার ও বইমেলা আয়োজন করেছেন। তৈরি করেছেন প্রায় ২৫টি রেডিও শো ও ডকুমেন্টারি, যেগুলিও রেকর্ডবুকে জায়গা করে নিয়েছে। প্রফেসর রাওয়াত তাঁর দাদু প্রয়াত শ্রী ভগবান সাহায় রাওয়াত ও পিতা প্রয়াত শ্রী শ্রবণ কুমার রাওয়াতকে এই পুরস্কার উৎসর্গ করেছেন । তিনি বলেন, "এই পুরস্কার তাঁদের মূল্যবোধ ও শিক্ষার ফসল।"