রাজ্যের সরকারি চাকরিতে বড় সংখ্যক কর্মী নিয়োগ হতে চলেছে ক্লার্কশিপ পরীক্ষার মাধ্যমে (Clerkship Main Exam 2025)। দীর্ঘদিন ধরেই সরকারি দপ্তরগুলোতে ক্লার্কের শূন্যপদ বাড়ছিল। এবার সেই নিয়োগের পরীক্ষায় কিভাবে পাশ করবেন, সফলতার গাইড আপনার হাতের মুঠোয় এনে দিচ্ছে নিউজ অফবিটের ডিজিটাল ডেস্ক ।
নিউজ অফবিট ডিজিটাল ডেস্ক: রাজ্য পাবলিক সার্ভিস কমিশন ২৮ ডিসেম্বর, ২০২৫ ক্লার্কশিপের মেইন পরীক্ষা নিতে চলেছে। পরীক্ষায় বসছেন ৯০ হাজারের কাছাকাছি পরীক্ষার্থী। প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল ২০২৪ সালের নভেম্বর মাসে। সেই পরীক্ষার রেজাল্ট প্রকাশিত হবার পর অনুষ্ঠিত হচ্ছে মেইন পরীক্ষা। এত সংখ্যক পরীক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করায় রাজ্য প্রশাসন এবং পাবলিক সার্ভিস কমিশনের তরফে চূড়ান্ত প্রস্তুতি নেওয়া হয়েছে। এবারের পরীক্ষা শুধুমাত্র কলকাতা শহরে নয়, জেলার বিভিন্ন শহরেও অনুষ্ঠিত হতে চলেছে। কিন্তু এই বিশাল প্রতিযোগিতার মধ্যে কীভাবে আপনি নিজের জায়গা তৈরি করবেন (Clerkship Main Success Guide)? জানেন কি পরীক্ষার সিলেবাস? পরীক্ষা দেবার সময় কতক্ষণ? কিভাবে টাইম ম্যানেজমেন্ট করবেন? উত্তর লেখার কৌশল কেমন হবে? সেই সমস্ত প্রশ্নের উত্তর পাবেন প্রতিবেদনটি থেকে।
আরও পড়ুন : WBCS অধরা স্বপ্ন নয় │ পরিকল্পনা সফলতার মূল মন্ত্র │ WBCS Exam Preparation Guide
ক্লার্কশিপ মেইন পরীক্ষার কাঠামো
ক্লার্কশিপ মেইন পরীক্ষা হলো পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশনের অন্যতম জনপ্রিয় প্রতিযোগিতামূলক পরীক্ষা। এটি মূলত টাইপিং ও লেখনশৈলীর উপর নির্ভরশীল একটি টেস্ট, যেখানে প্রার্থীদের বাস্তব প্রশাসনিক কাজের উপযোগিতা যাচাই করা হয়। এই পরীক্ষাটি ডেসস্ক্রিপটিভ। পরীক্ষায় দুটি পেপারেই একটি প্রতিবেদন (Report), বঙ্গানুবাদ (Translation) , ভাবার্থ (Precis) থাকবে। প্রতিবেদন ১৫ নম্বরের, ভাবার্থ ১৫ নম্বরের, বঙ্গানুবাদ ২০ নম্বরের।
পরীক্ষার ধরণ:
- লিখিত (Written) পরীক্ষা: দুটি পেপার –
- Paper I: বাংলা / উর্দু / হিন্দি / নেপালি/ সাঁওতালি (Bengali/Urdu/Hindi/Nepali composition)
- Paper II: ইংরাজি (English)
সময়সীমা: ১ ঘন্টা । মোট নম্বর: পূর্ণমান ১০০।
টাইম ম্যানেজমেন্ট – সাফল্যের গোপন চাবিকাঠি
প্রতিটি পরীক্ষার মতো, ক্লার্কশিপ মেইন পরীক্ষাতেও সময় ব্যবস্থাপনাই সবচেয়ে গুরুত্বপূর্ণ।
Paper I: প্রথম ৩০ মিনিট । Paper II: প্রথম ৩০ মিনিট
যে প্রশ্নে বেশি সময় লাগছে, সেটি প্রথমে এড়িয়ে যান। শেষে ফিরে আসুন। এতে সময় নষ্ট হবে না।
উত্তর লেখার কৌশল (Clerkship Main Exam 2025)
সম্পাদকীয় প্রতিবেদন রচনা নিয়মাবলী-
- সম্পাদকীয় প্রতিবেদনে একটি শিরোনাম থাকবে।
- বিশেষ সংবাদ দাতা বা নিজস্ব সংবাদদাতা লিখতে হবে। স্হানের পরিবর্তে ক খ গ, তারিখের পরিবর্তে এক দুই তিন লিখতে হবে।
- তিনটি অনুচ্ছেদ লিখতে হবে।
- কবি লেখকদের উক্তি, প্রবাদ ব্যবহার করা যাবে।
- কোন বিষয়ের স্বপক্ষে লিখতে বললে যুক্তি দেখাতে হবে।
- শব্দ ১০টি বেশি বা দশটি কম লেখা যেতে পারে। তার থেকে বেশি বা কম লেখা চলবে না
বঙ্গানুবাদ রচনার নিয়মাবলি:
- ইংরেজির প্রতিটি শব্দের আক্ষরিক অর্থ বাংলায় আসবে না।
- ইংরেজির দীর্ঘ বাক্যকে ছোটো ছোটো বাংলা বাক্যে উপস্থাপন করা যাবে।
- সহজ, সরল, প্রাঞ্জল ভাষায় অনুবাদ করতে হবে।
- অনুবাদের সময় ইংরেজি ও বাংলা ভাষার প্রকৃতি বজায় রাখতে হবে।
ভাবার্থ লেখার নিয়ম –
- ১।ভাবার্থ লিখতে গেলে প্রথমে মূল অংশটি বারবার পড়তে হবে, তার অর্থ বুঝতে হবে। একবারে বোঝা না গেলে বারবার মূল অংশটি পড়তে হবে।
- ২।মূল অংশটি পড়ে বোঝার পর তার কেন্দ্রীয় অর্থটি খুঁজে বের করতে হবে। ভাবার্থ লেখার জন্য গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোকে খুঁজে নিতে হবে।
- মূল গদ্যাংশের মূল শব্দের ১/৩ অংশের শব্দের মধ্যে লিখতে হবে।
উদাহরণসহ বাংলায় একটি প্রতিবেদন দেওয়া হল।
পশ্চিমবঙ্গের পর্যটন শিল্পের অগ্রগতি
বিশেষ সংবাদদাতা, কখগ,১২৩: সাম্প্রতিককালে সাংস্কৃতিক ঐতিহ্যের সঙ্গে পর্যটনকে যুক্ত করতে চায় পশ্চিমবঙ্গ সরকার। সে কারণেই একটা সার্বিক রূপরেখা তৈরি করতে চাইছে সরকার। বহু পর্যটক এখন বিশেষ ধরনের পর্যটনে বেশি আগ্রহ দেখাচ্ছে। তাই সামগ্রিকভাবে পর্যটন শিল্পের অগ্রগতির জন্য হেরিটেজ ট্যুরিজম, ফিল্ম ট্যুরিজম, ইকো ট্যুরিজম, রুরাল ট্যুরিজম প্রভৃতি বিষয়গুলোর উপর জোর দেওয়া হচ্ছে এবং সময়ের সাথে সাথে এই বিশেষ ধরনের পর্যটনে পাঁচটি গুরুত্ব দেওয়ার জন্য আলাদা আলাদা গোষ্ঠী তৈরি করা হবে।
বিভিন্ন পুজোর মত পর্যটন শিল্পেও থিম ব্যবহারের ভাবনা ভেবেছে পশ্চিমবঙ্গ সরকার। রাজ্যের সংশ্লিষ্ট যে জায়গাগুলিতে এই ধরনের পর্যটন শিল্প গড়ে তোলার ব্যবস্থা করা হচ্ছে সেই জেলার জেলাশাসকের সহায়তায় প্রথমে পর্যটন কেন্দ্রগুলো বেছে নেওয়া হবে। তারপর জেলা থেকে উপযুক্ত স্থান নির্বাচন করে দিলেই তাকে কেন্দ্র করে উন্নয়নের একটা পরিকল্পনা তৈরি করা হবে। থিম পর্যটনে পর্যটকদের পাশাপাশি স্থানীয় মানুষও যে উপকৃত হবেন বলে আশা করছে রাজ্য পর্যটন দপ্তর। তার ফলে কর্মসংস্থানের ও সুযোগ বাড়বে পাশাপাশি পর্যটকরা স্থানীয় সংস্কৃতি খাবার ঐতিহ্য রীতি-নীতির সঙ্গেও পরিচিত হতে পারবে। আকর্ষণ করবে বিদেশি পর্যটকদের।
বাংলায় পর্যটন শিল্পের প্রচার এবং প্রসারের অভিনব পদক্ষেপ করতে চলেছে রাজ্য সরকার। বাংলার বিভিন্ন প্রান্তে ছড়িয়ে থাকা পর্যটন কেন্দ্রগুলোকে সারাদেশের মানুষের কাছে জনপ্রিয় করে তুলতে ট্যুরিজম মিট আয়োজন করা হয়েছিল। প্রত্যেকটি ভ্রমণ স্থান সম্পর্কে জানাতে গুরুত্বপূর্ণ ট্রাভেল কর্মকর্তা, ব্লগার, ভ্রমণ পত্রপত্রিকা, সাংবাদিকদের আমন্ত্রণ জানানো হয়েছিল। বাংলার পর্যটন কে এগিয়ে নিয়ে যেতে এই রাজ্যের সঙ্গে অন্য রাজ্যের ট্যুর অপারেটর এবং ভ্রমণ সংস্থার মউ স্বাক্ষরিত হবে।
শেষ মুহূর্তে টিপস (Clerkship Main Success Guide)
- মক টেস্ট দিন, প্র্যাকটিস করুন।
- বিগত বছরের প্রশ্নপত্র দেখুন।
- সময় অনুযায়ী লিখুন।
- বানান ভুল করবেন না।
- পরীক্ষার আগে যাবতীয় গুরুত্বপূর্ণ ডকুমেন্ট গুছিয়ে রাখুন।
- হালকা প্রাণায়াম করুন, স্ট্রেস কমানোর জন্য।
যারা সময় মতো পরিকল্পনা করে প্রস্তুতি নিয়েছেন, তাদের সফলতা নিশ্চিত। এই প্রতিবেদনে দেওয়া কৌশল, সিলেবাস বিশ্লেষণ, টাইম ম্যানেজমেন্ট ফলো করলে আপনি অনেকটাই এগিয়ে থাকবেন অন্যদের থেকে।
Most Viewed Posts
- মোটা হবেন না, মিষ্টি খান নিশ্চিন্তে │ Guilt-Free Sweets for Diwali Delight
- Dharmendra death: ধর্মেন্দ্রর জীবনের এই ১১টি তথ্য অনেকেই জানেন না │ 11 Untold Facts About Dharmendra
- ২০২৬-এ মেষ রাশির জন্য আসছে বড় মোড় │ Aries Horoscope 2026 Full Prediction
- জানেন কি নবরাত্রির চতুর্থ দিনে মা কুষ্মাণ্ডা পূজা কেন বিশেষ? ︱Why Ma Kushmanda Puja on Navratri Day 4 is Special?
- Digha Jagannath Temple Facts ︱দীঘা জগন্নাথ মন্দির সম্পর্কে জানুন এই দশটি অজানা তথ্য

