মলমাসের নিয়ম জানুন। পৌষ মাস কেন মলমাস ?
মলমাসে কেন বিয়ে বা নতুন কাজ নিষিদ্ধ ? পৌষ মাসে কোন কাজ করলে শুভ ফল মেলে (Poush Month Do’s and Don’ts), জানুন জ্যোতিষীদের মতামত।
নিউজ অফবিট ডিজিটাল ডেস্ক: বাঙালির পিঠেপুলি, মেলা, ব্রত পার্বনের মাস হলো পৌষ মাস। নতুন ধানের গন্ধে, কনকনে শীতের স্পর্শে পৌষ নিয়ে আসে আনন্দের মরসুম। কিন্তু ধর্মীয় দৃষ্টিকোণ থেকে এই মাসটিকে অনেকেই “মলমাস” বা “খরমাস” বলেন। বলা হয়, এই মাসে শুভ কাজ যেমন—বিয়ে, গৃহপ্রবেশ, নতুন ব্যবসা শুরু, বা নতুন কিছু কেনা—সবই নিষিদ্ধ। কেন এমন? এই সময় কি সত্যিই অশুভ? আর এই সময়টাতে কী কী করা যায়, কী কী করা উচিত নয়—চলুন জেনে নেওয়া যাক পৌষ মাসের নিয়ম (Poush Month Dos and Donts)।
আরও পড়ুন : কেন নীলষষ্ঠীর ব্রত পালন করা হয়? (Why Nil Shasthi Vrat is observed?)
মলমাস বা খরমাস কী এবং কেন হয়?
যেসব মাসে দুটো অমাবস্যা বা পূর্ণিমা তিথি পরে এবং সূর্য সম্পূর্ণ মাসে একটিমাত্র রাশিতে অবস্থান করে, শাস্ত্র অনুযায়ী তাকেই মলমাস বলা হয়। সাধারণত ডিসেম্বরের মাঝামাঝি থেকে জানুয়ারির মাঝামাঝি পর্যন্ত এই সময়কাল থাকে। ২০২৫ সালে মলমাস শুরু হচ্ছে ১৬ ডিসেম্বর থেকে, চলবে ১৪ জানুয়ারি পর্যন্ত। তাই বৈদিক মতে বিয়ে, পৈতে, অন্নপ্রাশন, গৃহপ্রবেশ এর মতো কোনো শুভ কাজ এই মাসে করা যায় না।
পৌষ মাসে কী কী করা যায় ?
এই সময় নতুন কাজ শুরু করা যায় না, তবুও পৌষ মাসে কিছু কাজ অত্যন্ত শুভ বলে মনে করা হয়।
- দৈনিক পূজা-পাঠ ও প্রার্থনা: নিয়মিত গায়ত্রী মন্ত্র জপ, সূর্যদেবকে অর্ঘ্য প্রদান।
- দান-পুণ্য: খাদ্যদান, পোশাকদান, ব্রাহ্মণ ভোজন ইত্যাদি অত্যন্ত শুভ।
- উপবাস ও ব্রত: খরমাসে উপবাস করলে আত্মশুদ্ধি হয় বলে বিশ্বাস।
- ধ্যান ও তপস্যা: মন শান্ত রাখতে যোগ ও ধ্যানের অনুশীলন ভালো ফল দেয়।
- গঙ্গাস্নান: এই মাসে গঙ্গা বা পবিত্র নদীতে স্নানকে পাপ মোচনের প্রতীক ধরা হয়।
আরও পড়ুন : Nil Sasthi 2025 : সন্তানের মঙ্গলে আজ নীলষষ্ঠী! জেনে নিন পুজোর নিয়ম, উপকরণ ও মন্ত্র
পৌষ মাসে কী কী করা নিষেধ ?
এই সময় যা যা করা উচিত নয়—
- বিয়ে, নামকরণ, গৃহপ্রবেশ বা নতুন ব্যবসা শুরু করা উচিত নয়।
- নতুন বাড়ি বা জমি কেনা উচিত নয়।
- মহাযজ্ঞ বা হোম অনুষ্ঠান করা উচিত নয়।
- বৃহৎ সামাজিক অনুষ্ঠান করা উচিত নয়।
- অহেতুক খরচ ও নতুন ঋণ নেওয়া থেকেও বিরত থাকুন।
মলমাসের আধ্যাত্মিক তাৎপর্য (Poush Month Do’s and Don’ts)
আসলে মলমাস হলো আত্মবিশ্রামের সময় । যেমন প্রকৃতি বিশ্রাম নেয় শীতে, তেমনই মানবমনকেও এই সময় তেমনি মানবমনকে এই সময় শান্ত থাকতে হয়।পৌষ মাস বা খরমাসকে ভয় পাওয়ার কিছু নেই। নিজের ভেতরে তাকানো, মন শান্ত করা এবং আগামীর শুভ সূচনার প্রস্তুতি নেওয়ার সময় এটি । তাই বিয়ে বা গৃহপ্রবেশ না করে, এই মাসটিকে ব্যবহার করুন ধ্যান, দান ও ধৈর্যের মাধ্যমে আত্মবিকাশের জন্য।
Most Viewed Posts
- মোটা হবেন না, মিষ্টি খান নিশ্চিন্তে │ Guilt-Free Sweets for Diwali Delight
- Dharmendra death: ধর্মেন্দ্রর জীবনের এই ১১টি তথ্য অনেকেই জানেন না │ 11 Untold Facts About Dharmendra
- Nil Sasthi 2025 : সন্তানের মঙ্গলে আজ নীলষষ্ঠী! জেনে নিন পুজোর নিয়ম, উপকরণ ও মন্ত্র
- জানেন কি নবরাত্রির চতুর্থ দিনে মা কুষ্মাণ্ডা পূজা কেন বিশেষ? ︱Why Ma Kushmanda Puja on Navratri Day 4 is Special?
- Digha Jagannath Temple Facts ︱দীঘা জগন্নাথ মন্দির সম্পর্কে জানুন এই দশটি অজানা তথ্য

