বেড়াতে গিয়ে বিপদে পড়েছেন? আপনাকে রক্ষা করতে পারে ট্রাভেল ইন্সিওরেন্স (Travel Insurance Benefits)। ভ্রমণের আগে কেন এটি অপরিহার্য তা জেনে নিন। আপনার যাত্রা হোক সুরক্ষিত।
নিউজ অফবিট ডিজিটাল ডেস্ক: আজকাল আমরা প্রত্যেকটি জিনিসের ক্ষেত্রেই বীমা করিয়ে রাখি। নতুন গাড়ি কিনলে বীমা করাই। হাসপাতালে হেলথ চেকআপ বা অপারেশন হলে প্রচুর টাকা খরচ হয়। তার জন্য স্বাস্থ্যবীমা করাই। নিজের ভবিষ্যৎ জীবনকে সুরক্ষিত রাখতে বীমা করানো থাকে। কিন্তু আমরা যখন কোথাও বেড়াতে যাই তখন কি ইনসিওরেন্সের প্রয়োজন পড়ে? আজকাল ট্রেনে বা বিমানে টিকিট কাটতে গেলে ইনসিওরেন্সের এই অপশনটা দেওয়া থাকে। কিন্তু আমরা এড়িয়ে যাই। এই অপশনের গুরুত্ব অনেক।
এই প্রতিবেদন থেকে জেনে নেব কেন প্রায়োরিটি লিস্টে ট্রাভেল ইনসিওরেন্সকে রাখবেন? ভ্রমণের আনন্দ অনেকটা হাওয়ায় ভেসে থাকা অনুভূতি—নতুন শহর, নতুন খাবার, নতুন অভিজ্ঞতা। কিন্তু যদি ফ্লাইট হঠাৎ ক্যানসেল হয়ে যায়, লাগেজ হারিয়ে যায়, কিংবা বিদেশে গিয়ে অসুস্থ হয়ে পড়েন? তখনই বোঝা যায় Travel Insurance Benefits আসলে কতটা গুরুত্বপূর্ণ। একটি ছোট ভুল আপনার পুরো ভ্রমণ অভিজ্ঞতাকে দুঃস্বপ্নে পরিণত করতে পারে।
আরও পড়ুন : জেনে নিন, তৎকাল টিকিট কনফার্ম করার তিনটি গোপন ট্রিক │ Tatkal Ticket Booking Tricks
ট্রাভেল ইন্স্যুরেন্স: আসলে কী এবং কেন জরুরি
ট্রাভেল ইন্স্যুরেন্স হল এমন একটি পলিসি যা ভ্রমণকালীন যেকোনও অনাকাঙ্ক্ষিত ঘটনার ক্ষেত্রে আপনাকে আর্থিক সুরক্ষা দেয়। বিদেশে চিকিৎসা খরচ থেকে শুরু করে ট্রিপ ক্যানসেলেশন পর্যন্ত—সব কিছুর কভারেজই এর অন্তর্ভুক্ত।ট্রাভেল ইনসিওরেন্সের মাধ্যমে ট্রিপ বাতিল করা, পাসপোর্ট হারিয়ে যাওয়া, ব্যক্তিগত দুর্ঘটনা, দুর্ঘটনার কারণে মৃত্যু, আঘাত এই সবকিছুর ক্ষেত্রে কভারেজ দেয়। ফলে বাড়তি খরচ, মানসিক চাপ, ভিসা সমস্যা বিষয় নিশ্চিন্ত থাকা যায়।
ফ্লাইট ক্যানসেলেশন বা বিলম্বে সুরক্ষা
এয়ারলাইন বিলম্ব বা ক্যানসেলেশন এখন বেশ সাধারণ ঘটনা। ধরা যাক, আপনি দুবাই যাচ্ছেন এবং মাঝপথে ফ্লাইট বাতিল হয়ে গেল। আপনাকে হোটেলে থাকতে হচ্ছে অতিরিক্ত এক রাত, খাওয়া-দাওয়া, নতুন টিকিট—সব মিলিয়ে কয়েকশ ডলার অতিরিক্ত খরচ। যদি আপনার ট্রাভেল ইন্স্যুরেন্স থাকে, তাহলে এই সমস্ত খরচ ইন্স্যুরেন্স কোম্পানি বহন করবে। এটাই Travel Insurance Benefits-এর অন্যতম বড় দিক—আপনার পরিকল্পনা বদলালেও আর্থিক চাপ কমে আসে।
মেডিকেল ইমার্জেন্সি: বিদেশে অসুস্থ হলে কী হবে?
বিদেশে একটি ছোট চিকিৎসা খরচও আকাশছোঁয়া হতে পারে। উদাহরণস্বরূপ, যুক্তরাষ্ট্রে একটি সাধারণ হাসপাতালে ভর্তি হলে খরচ পড়তে পারে ৫০০০ ডলার বা তার বেশি। ট্রাভেল ইন্স্যুরেন্স এই ধরনের খরচ কভার করে। শুধু তাই নয়, কোনো বড় দুর্ঘটনা বা চিকিৎসা জরুরি অবস্থায় দেশে ফেরার খরচও ইন্স্যুরেন্সের আওতায় থাকে। অর্থাৎ, আপনার জীবন সুরক্ষিত থাকে এমন একটি দেশে, যেখানে আপনি চিকিৎসা ব্যবস্থার খরচ সম্পর্কে জানেন না।
লাগেজ হারানো বা চুরি হলে কী করবেন? (Travel Insurance Benefits)
ভ্রমণের অন্যতম বড় ভয় — লাগেজ হারানো। আপনার লাগেজে যদি থাকে পাসপোর্ট, ক্যামেরা, ওষুধ বা দরকারি ডকুমেন্ট, তাহলে সেটি হারানো মানে বিপর্যয়। ভ্রমণ বীমা হারিয়ে যাওয়া জিনিসপত্রের ক্ষতিপূরণ দেয়। অনেক ক্ষেত্রে খরচ সেই দিনেই পাওয়া যায়। এইভাবে আপনি প্রয়োজনীয় জিনিসপত্র কিনে নিতে পারবেন এবং আপনার ট্রিপ নষ্ট হবে না।
ট্রাভেল ইন্স্যুরেন্স না থাকলে যেকোনও বিপর্যয়ে আপনি সম্পূর্ণ একা। ফ্লাইট ক্যানসেল হলে খরচ আপনাকেই দিতে হবে, লাগেজ হারালে কোনও ক্ষতিপূরণ নেই, আর বিদেশে অসুস্থ হলে বিলের ভারে আপনার আনন্দ ভ্রমণ রীতিমতো আতঙ্কে পরিণত হতে পারে। তাই পরেরবার ব্যাগ গোছানোর আগে ট্রাভেল ইন্স্যুরেন্সের কাগজটিও রাখুন সেই ব্যাগেই। একটি ছোট প্রিমিয়াম আপনাকে হাজারো বিপদ থেকে বাঁচাতে পারে। আপনার যাত্রাপথ হোক সুন্দর, নিরাপদ ও নিশ্চিন্ত।
Most Viewed Posts
- মোটা হবেন না, মিষ্টি খান নিশ্চিন্তে │ Guilt-Free Sweets for Diwali Delight
- Dharmendra death: ধর্মেন্দ্রর জীবনের এই ১১টি তথ্য অনেকেই জানেন না │ 11 Untold Facts About Dharmendra
- ২০২৬-এ মেষ রাশির জন্য আসছে বড় মোড় │ Aries Horoscope 2026 Full Prediction
- জানেন কি নবরাত্রির চতুর্থ দিনে মা কুষ্মাণ্ডা পূজা কেন বিশেষ? ︱Why Ma Kushmanda Puja on Navratri Day 4 is Special?
- Digha Jagannath Temple Facts ︱দীঘা জগন্নাথ মন্দির সম্পর্কে জানুন এই দশটি অজানা তথ্য

