শীতে ঠোঁট ফাটছে? জানুন প্রাকৃতিক Chapped Lips Cure — লিপবাম ছাড়াই ঠোঁট নরম, উজ্জ্বল ও আর্দ্র রাখার সহজ উপায়। নারকেল তেল, আমন্ড অয়েল বা ঘি ব্যবহার করে আপনিও পেতে পারেন গোলাপি ও নরম ঠোঁট।
নিউজ অফবিট ডিজিটাল ডেস্ক: শীতে শুষ্ক হাওয়া, জল কম খাওয়া – এগুলির কারণেই দেখা দেয় ঠোঁট ফাটার চিরন্তন সমস্যা। দিনে যতবারই লিপবাম লাগান না কেন, কয়েক ঘণ্টার মধ্যেই ঠোঁট আবার শুকিয়ে যায়। কিন্তু জানেন কি, প্রকৃতির মধ্যেই লুকিয়ে আছে এমন কিছু সহজ উপাদান, যা আপনার দীর্ঘদিনের এই ঠোঁট ফাটার সমস্যাকে দূর করতে পারে। নারকেল তেল, আমন্ড অয়েল (বাদাম তেল) কিংবা ঘি — এই তিনটি প্রাকৃতিক উপাদান একসাথে মিলে আপনার ঠোঁটকে ফিরিয়ে দিতে পারে হারানো আর্দ্রতা ও প্রাকৃতিক গোলাপি আভা। এই প্রতিবেদনে জানুন, কেন শীতে ঠোঁট ফাটে, কোন তেল সবচেয়ে ভালো কাজ করে, এবং কীভাবে ঘরোয়া উপায়েই পাবেন Chapped Lips Cure
আরও পড়ুন : Trending Wedding Outfit | বিয়েবাড়িতে এইভাবে সাজলে আপনি থাকবেন সবার নজরে
ঠোঁট ফাটে কেন? জানুন আসল কারণ
ঠোঁটে ত্বকের নিচে কোনো তেল গ্রন্থি (oil gland) থাকে না। তাই শীতের সময় বাতাসের আর্দ্রতা কমে গেলে ঠোঁট খুব দ্রুত শুকিয়ে যায়। এছাড়া—
- অতিরিক্ত কফি বা চা পান করা
- ঠোঁট বারবার চাটা
- রোদ বা ধুলোর সংস্পর্শে আসা
- অ্যালকোহলযুক্ত লিপবাম ব্যবহার
—এই অভ্যাসগুলো ঠোঁটের প্রাকৃতিক ময়েশ্চার নষ্ট করে দেয়।
ফলাফল? ঠোঁট রুক্ষ, ফাটা, এমনকি কখনও রক্তপাতও হয়।
তাই ঠোঁটের যত্নে দরকার এমন কিছু যা শুধু বাইরে নয়, ভেতর থেকেও পুষ্টি যোগাবে।
নারকেল তেল: ঠোঁটের সেরা প্রাকৃতিক ময়েশ্চারাইজার
আয়ুর্বেদ শাস্ত্রে নারকেল তেলকে বলা হয় ত্বকের নিরাময়কারী বস্তু। এতে থাকে লরিক অ্যাসিড, যা ঠোঁটের ক্ষত সারিয়ে তোলে এবং আর্দ্রতা ধরে রাখে। ঘুমানোর আগে ২ ফোঁটা নারকেল তেল আঙুলে নিয়ে ঠোঁটে লাগান। সকালে তুলো দিয়ে মুছে ফেলুন। সপ্তাহে ৩–৪ দিন করলে ঠোঁট ফাটার সমস্যা অনেকটাই কমে যাবে।
আমন্ড অয়েল (Almond Oil): গোলাপি ঠোঁটের জাদু
আমন্ড অয়েলে আছে ভিটামিন ই এবং ফ্যাটি অ্যাসিড। যা ঠোঁটের কালচে ভাব ও মৃত কোষকে দূর করে। এটি একদিকে ঠোঁট ময়েশ্চারাইজ করে, অন্যদিকে হালকা গোলাপি রঙও ফিরিয়ে আনে। ঘুমানোর আগে কয়েক ফোঁটা বাদাম তেল ঠোঁটে লাগান। ঠোঁটের উপরের স্তরে হালকা ম্যাসাজ করুন ১–২ মিনিট। দিনে একবার করলে যথেষ্ট। আমন্ড অয়েলে কয়েক ফোঁটা লেবুর রস মিশিয়ে সপ্তাহে একবার লাগালে ঠোঁটের কালচে দাগ কমে যাবে।
ঘি — ঠোঁট ফাটার চিরাচরিত দেশি সমাধান
ঘুমানোর আগে আঙুলে অল্প ঘি নিয়ে ঠোঁটে আলতো করে লাগান। সকালে ঠোঁট থাকবে নরম, আর্দ্র এবং উজ্জ্বল। চাইলে ঘি-তে একটু গোলাপজল মিশিয়ে ব্যবহার করতে পারেন — এতে ঠোঁটে হালকা গোলাপি আভা ফুটে উঠবে। ঠোঁট এক্সফোলিয়েট করুন, এক চামচ চিনি + এক চামচ মধু মিশিয়ে ঠোঁটে আলতোভাবে ঘষুন। এতে মৃত কোষ উঠে যাবে, ঠোঁট হবে মসৃণ।
শীতকালে লিপবামের পরিবর্তে ঘরোয়া প্রাকৃতিক উপায়ে ঠোঁটের যত্ন নিন। কারণ সুন্দর হাসির রহস্য লুকিয়ে আছে কোমল ঠোঁটে।
Most Viewed Posts
- মোটা হবেন না, মিষ্টি খান নিশ্চিন্তে │ Guilt-Free Sweets for Diwali Delight
- Dharmendra death: ধর্মেন্দ্রর জীবনের এই ১১টি তথ্য অনেকেই জানেন না │ 11 Untold Facts About Dharmendra
- ২০২৬-এ মেষ রাশির জন্য আসছে বড় মোড় │ Aries Horoscope 2026 Full Prediction
- জানেন কি নবরাত্রির চতুর্থ দিনে মা কুষ্মাণ্ডা পূজা কেন বিশেষ? ︱Why Ma Kushmanda Puja on Navratri Day 4 is Special?
- Digha Jagannath Temple Facts ︱দীঘা জগন্নাথ মন্দির সম্পর্কে জানুন এই দশটি অজানা তথ্য

