বর্ষবরণের রাতে ঝলমলে চোখ চান? আপনার চোখের ভাষা থেকেই মানুষ বুঝে ফেলতে পারবে আপনার মন। সহজ ধাপে ধাপে এই গাইডে (Glitter Eye Makeup Tutorial) জানুন কীভাবে চোখকে করে তুলবেন রঙিন। দৃষ্টি আকর্ষণ করবেন সকলের, একদম বিনা ঝামেলায়।
নিউজ অফবিট ডিজিটাল ডেস্ক: নতুন বছর মানেই নতুন শুরুর উৎসব। চোখ বলতে পারে মনের কথা। আর সেই উদযাপনের মূল রঙটা মিশে থাকে চোখের গ্ল্যামারে। যারা বর্ষবরণের পার্টিতে চোখধাঁধানো গ্লিটার আই লুক পেতে চান, তাদের জন্য আজকের বিশেষ প্রতিবেদন। অনেকে ভাবে গ্লিটার আই মেকআপ মানেই ঝামেলা, ফলআউট, আর বেমানান লুক। কিন্তু আসলে তা নয়, যদি ঠিকভাবে পরপর স্টেপ বাই স্টেপ মেকআপ করা যায়, তবে খুব সহজেই পাওয়া সম্ভব মনোমুগ্ধকর উজ্জ্বল চোখ। যে লুক আপনাকে করে তুলবে অনন্য, বর্ষবরণের রাতে আপনার পার্টি লুক নজর কাড়বে সবার। এই গাইডে থাকছে গ্লিটার মেকআপের সম্পূর্ণ স্টেপ-বাই-স্টেপ টিউটোরিয়াল, ফলআউট এড়ানোর প্র্যাকটিক্যাল টিপস, এবং লুকটাকে দীর্ঘস্থায়ী করার গোপন কৌশল।
আরও পড়ুন : শীতে ঠোঁট ফাটছে ? লিপবাম নয়, নরম ঠোঁটের রহস্য লুকিয়ে আছে এই বিশেষ তেলে | Chapped Lips Cure
স্টেপ ১: আই প্রেপ করা
গ্লিটার আই মেকআপের সফলতার অর্ধেক নির্ভর করে সঠিক প্রিপারেশনের ওপর। যদি আপনি আপনার মেকআপকে দীর্ঘস্থায়ী করতে চান, চোখের স্বাস্থ্য সম্পর্কে সচেতন থাকতে চান, তাহলে অবশ্যই কোনো ভালো মেকআপ ব্র্যান্ডের মেকআপ ব্যবহার করুন। প্রথমেই চোখের চারপাশ ভালোভাবে ক্লিন করে নিন। প্রয়োগ করুন আই প্রাইমার। তারপর প্যাক এর আই বেসড লাগিয়ে নিন। এরপর ব্যবহার করতে পারেন সপারেল এর কনসিলার, তারপর সেটিকে মিশিয়ে (ব্লেন্ড) করে প্যাক করে নিন। সেটা সম্ভব হবে সপারেলের ট্রান্সলিউসেন্ট পাউডার দিয়ে। এটি আপনার চোখে দীর্ঘ সময় ধরে স্থির রাখবে এবং রঙকে আরও উজ্জ্বল করে তুলবে।
স্টেপ ২: আইশ্যাডো শেড বেছে নিন
গ্লিটার লাগানোর আগে একটি ট্রানজিশন শেড দেওয়া জরুরি। এই পর্যায়ে সপারেলের আইশ্যাডো প্যালেট নিয়ে ন্যাচারাল শেড ব্যবহার করতে হবে। তারপর কমপ্লেক্সন অনুযায়ী আপনি আইশ্যাডো ব্যবহার করুন। যদি আপনি ফেয়ার কমপ্লেক্সানের হন, ব্রাইট কালার ব্যবহার করতে পারেন। যদি ডার্ক কমপ্লেক্সন হয়, তাহলে নিউড কালার ব্যবহার করুন। মিডিয়াম কমপ্লেক্সান যাদের, তারা লাইট ব্রাউন গোল্ডেন এই শেডগুলো বেছে নিতে পারেন। ক্রিজ লাইনে হালকা হাতে ব্লেন্ড করুন যেন চোখে গভীরতা আসে। এতে গ্লিটার লাগানোর পর চোখটা আরও বড় ও ডাইমেনশনাল দেখাবে।
স্টেপ ৩: গ্লিটার অ্যাপ্লিকেশন
বিশেষজ্ঞ বিউটি পরামর্শদাতা মৌ সিংহ এর মতে, এটাই আসল গ্ল্যামার মোমেন্ট। গ্লিটার নানা ধরনের হয়। স্মোকি হয়, সাধারণ গ্লিটার হয়। যদি আপনি স্মোকি ব্যবহার করতে চান, তাহলে প্রথমে ট্রানজিশন শেড ব্যবহার করে ডার্ক সেড লাগান। তারপর দুটোকে ভালো করে ব্লেন্ড করে নিন। ভালো কোনো ব্র্যান্ডের ম্যাক বা কোটা বিউটি বা সপারেলের পিগমেন্ট গ্লিটার ব্যবহার করুন। এরপর ফ্ল্যাট ব্রাশ দিয়ে ধীরে ধীরে গ্লিটার চাপিয়ে বসান, ঘষবেন না। তারপর ফিক্সিং স্প্রে ব্যবহার করুন। এটি গ্লিটারকে লক করে দেয় এবং লুকটিকে ঘন্টার পর ঘন্টা ফ্রেশ রাখে।
স্টেপ ৪: আইলাইনার ও মাসকারা
এই পর্যায়ে আপনি আইলাইনার ব্যবহার করতে পারেন। যদি না ব্যবহার করেন সেক্ষেত্রে প্যাক এর বা নামী ব্র্যান্ডের আইল্যাশ ব্যবহার করতে পারেন। তারপর হুডা বিউটি অথবা কোন ভাল ব্র্যান্ডের মাসকারা লাগিয়ে নিতে পারেন। আপনার চোখের মেকআপ সম্পূর্ণ।
বর্ষবরণের রাতে বা যেকোনো পার্টিতে চোখের মেকআপের ক্ষেত্রে এগুলি মেনে চললে আপনি সহজেই পেতে পারেন স্টারদের মতো ঝলমলে চোখ। মনে রাখবেন, মেকআপের সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান হলো আপনার আত্মবিশ্বাস। আপনি হাসলেই আলো ঝলমলে হয়ে ওঠে গোটা মুখ। তাই এই নিউ ইয়ারে শুধু গ্লিটার নয়, নিজের উজ্জ্বলতা নিয়েই ঝলসে উঠুন।
মৌ সিংহ– 9330955296 (FOR BEAUTY TIPS)
#GlitterEyeMakeup, #EyeMakeupTutorial, #PartyMakeupLook, #MakeupInspiration,
#SparkleLook, #BoldEyeMakeup, #BeautyTips
Most Viewed Posts
- মোটা হবেন না, মিষ্টি খান নিশ্চিন্তে │ Guilt-Free Sweets for Diwali Delight
- Dharmendra death: ধর্মেন্দ্রর জীবনের এই ১১টি তথ্য অনেকেই জানেন না │ 11 Untold Facts About Dharmendra
- ২০২৬-এ মেষ রাশির জন্য আসছে বড় মোড় │ Aries Horoscope 2026 Full Prediction
- জানেন কি নবরাত্রির চতুর্থ দিনে মা কুষ্মাণ্ডা পূজা কেন বিশেষ? ︱Why Ma Kushmanda Puja on Navratri Day 4 is Special?
- Digha Jagannath Temple Facts ︱দীঘা জগন্নাথ মন্দির সম্পর্কে জানুন এই দশটি অজানা তথ্য

