লাতিন আমেরিকা জুড়ে যুদ্ধের পরিস্থিতি। দক্ষিণ আমেরিকার অন্যতম দ্বীপ রাষ্ট্রে মার্কিন হামলা (Venezuela President Nicolás Maduro)। ভেনেজুয়েলার রাষ্ট্রপতিকে গ্রেপ্তার করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। কেন এই অতর্কিত হামলা? নিকোলাস মাদুরোর একনায়কতন্ত্র কি ভেনেজুয়েলায় বিপর্যয় ডেকে আনলো? জানতে অবশ্যই পড়ুন প্রতিবেদনটি।
নিউজ অফবিট ডিজিটাল ডেস্ক: ভেনেজুয়েলায় ঢুকে সেখানকার রাষ্ট্রপতিকে সস্ত্রীক গ্রেপ্তার করে মার্কিন সেনা। কেন মার্কিন যুক্তরাষ্ট্রের এই হামলা? এই মুহূর্তে খবরের শিরোনামে দুই ক্ষমতাধর রাষ্ট্র। ভেনেজুয়েলা নিন্দা করেছে মার্কিন যুক্তরাষ্ট্রের এই পদক্ষেপে। ভেনেজুয়েলার রাষ্ট্রপতি নিকোলাস মাদুরোকে জাহাজে করে মার্কিন যুক্তরাষ্ট্রে নিয়ে যাওয়া হচ্ছে বলে জানিয়েছে ট্রাম্প সরকার। মার্কিন যুক্তরাষ্ট্রের তরফে জানানো হয়েছে, ভেনেজুয়েলার রাষ্ট্রপতি নিকোলাস মাদুরো মাদক পাচারের মতো গুরুতর অভিযোগে অভিযুক্ত। তাই তাকে গ্রেপ্তার করেছে আমেরিকা (Venezuela President Nicolás Maduro)। এই ঘটনা সামনে আসায় সারা বিশ্বে প্রকাশ্যে আসে ভেনেজুয়েলার রাষ্ট্রপতি মাদুরোর রহস্যময় জীবন। বাস চালক থেকে রাষ্ট্রপতি — শোনার পর মনে হতে পারে কোনো সিনেমার গল্প, কিন্তু ভেনেজুয়েলার নিকোলাস মাদুরোর (Nicolás Maduro) জীবন আসলেই এক রাজনৈতিক উপন্যাস। সাধারণ এক শ্রমিক জীবনের শুরু থেকে বিশ্বের নজরে আসা এক ক্ষমতাধর নেতা হওয়ার পথটা যেমন অনুপ্রেরণাদায়ক, তেমনি বিতর্কে ভরপুর। আজ জানব, কীভাবে এক বাস ড্রাইভার ল্যাটিন আমেরিকার ইতিহাসে নিজের নাম লিখে ফেললেন।
আরও পড়ুন : ভারতের সাথে খালেদা জিয়ার অজানা সম্পর্কের গল্প │ Khaleda Zia & India Relations
১৯৬২ সালের ২৩ নভেম্বর, ভেনেজুয়েলার কারাকাসে জন্ম নিকোলাস মাদুরোর। বাবা ছিলেন সাধারণ শ্রমিক, মা ছিলেন গৃহিণী। স্কুল শেষ করে মাদুরো একসময় বাস চালক হিসেবে কাজ শুরু করেন, রাজধানীর রাস্তায় রোজ মানুষের যাতায়াতের দায়িত্ব পালন করতেন তিনি। এই সময়েই শ্রমিকদের অধিকার রক্ষার আন্দোলনে যুক্ত হন। শ্রমজীবী মানুষের সঙ্গে ঘনিষ্ঠ সংযোগই তাঁর রাজনৈতিক চেতনার ভিত্তি তৈরি করে দেয়।
৮০–র দশকের শেষ দিকে মাদুরো সক্রিয়ভাবে শ্রমিক সংগঠন গঠন শুরু করেন। এই ইউনিয়নের মাধ্যমেই তিনি হুগো শাভেজের সমাজতান্ত্রিক রাজনৈতিক দর্শনের সঙ্গে যুক্ত হন। ১৯৯৯ সালে শাভেজ ক্ষমতায় আসার পর, মাদুরো তাঁর ঘনিষ্ঠ সহযোগী হয়ে ওঠেন এবং ধীরে ধীরে জাতীয় রাজনীতির গুরুত্বপূর্ণ মুখ হয়ে ওঠেন। ২০০০ সালে তিনি সংসদ সদস্য নির্বাচিত হন এবং অল্প সময়ের মধ্যেই পররাষ্ট্র মন্ত্রী পদে অধিষ্ঠিত হন। এখান থেকেই তাঁর কূটনৈতিক দক্ষতা ও নেতৃত্বের ক্ষমতা আন্তর্জাতিক পর্যায়ে দৃশ্যমান হয়।
২০১৩ সালে প্রেসিডেন্ট হুগো শাভেজের মৃত্যুর পর, তাঁর উত্তরসূরি হিসেবে মাদুরোর নাম ঘোষণা করা হয়। সাধারণ ভোটে জয়লাভ করে তিনি ভেনেজুয়েলার রাষ্ট্রপতি হন। তবে তাঁর শাসনকালে দেশজুড়ে অর্থনৈতিক সংকট, মুদ্রাস্ফীতি ও রাজনৈতিক অস্থিরতা প্রবল আকারে দেখা দেয়। অনেকেই তাঁকে স্বৈরাচারী হিসেবে সমালোচনা করেন, ক্ষমতায় আসার পরই তার বিরুদ্ধে গণতন্ত্র লংঘন করা এবং মানবাধিকার লংঘনের গুরুতর বিভিন্ন অভিযোগ ওঠে (Venezuela President Nicolás Maduro)। নিকোলাস মাদুরো বিরোধীতা সহ্য করেন না এবং সেই কারণেই তাকে ঘিরে বিতর্ক সৃষ্টি হয়। ভেনেজুয়েলার একাধিক ধারায় তিনি আইন ভঙ্গ করেছিলেন বলে তার বিরুদ্ধে অভিযোগ উঠেছে। একদিকে রাজনৈতিক বিরোধ, অন্যদিকে অর্থনৈতিক সঙ্কট — এর মধ্যেও মাদুরো নিজের ব্যক্তিত্ব ও সাধারণ মানুষের ভাষা বজায় রেখেছেন।
আমেরিকার ভেনেজুয়েলা আক্রমণ সংক্রান্ত ঘটনায় সরব হয়েছেন অন্যান্য রাষ্ট্রনেতারা (Venezuela President Nicolás Maduro)। ভেনেজুয়েলার সঙ্গে ভারতের সুসম্পর্ক থাকায় এই চরম দুর্দিনে ভারতের সাহায্য চেয়েছে ভেনেজুয়েলা। ভারতের তরফ থেকে এখনো সরকারিভাবে প্রতিক্রিয়া আসেনি। অন্যান্য রাষ্ট্রনেতাদের মধ্যে চীন সরাসরি এই ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন। রাশিয়া স্পষ্ট ভাষায় আমেরিকার এই পদক্ষেপের নিন্দা করেছে। ব্রিটেনের তরফ থেকে জানানো হয়েছে, তারা এই ঘটনায় কখনোই জড়িত ছিল না। অন্যান্য ইউরোপীয় দেশগুলিও এই পরিস্থিতির প্রতি নজর রাখছে।
Most Viewed Posts
- মোটা হবেন না, মিষ্টি খান নিশ্চিন্তে │ Guilt-Free Sweets for Diwali Delight
- Dharmendra death: ধর্মেন্দ্রর জীবনের এই ১১টি তথ্য অনেকেই জানেন না │ 11 Untold Facts About Dharmendra
- ২০২৬-এ মেষ রাশির জন্য আসছে বড় মোড় │ Aries Horoscope 2026 Full Prediction
- জানেন কি নবরাত্রির চতুর্থ দিনে মা কুষ্মাণ্ডা পূজা কেন বিশেষ? ︱Why Ma Kushmanda Puja on Navratri Day 4 is Special?
- Digha Jagannath Temple Facts ︱দীঘা জগন্নাথ মন্দির সম্পর্কে জানুন এই দশটি অজানা তথ্য

