আজ প্রকাশিত হচ্ছে পশ্চিমবঙ্গের ভোটার লিস্টের খসড়া তালিকা (Voter List Draft 2025)। নির্বাচন কমিশনের এই তালিকায় আপনার নাম আছে কিনা এখনই জেনে নিন অফলাইন এবং অনলাইনে। নাম যাচাই, সংশোধন, তালিকায় নাম না থাকলে কী করবেন তার সম্পূর্ণ গাইড এখানে রইল।
এস আই আর (SIR) আবেদন প্রক্রিয়া গ্রহণ সম্পূর্ণ। আজ আনুষ্ঠানিকভাবে প্রকাশিত হবে খসড়া তালিকা (SIR In West Bengal)।পশ্চিমবঙ্গে ভোটার লিস্টের এই প্রক্রিয়া শুরু হয়েছিল ৪ঠা নভেম্বর থেকে। নির্বাচন কমিশন সূত্রে খবর, ফর্সা তালিকায় ৭ কোটি ৮ লক্ষ ১৬ হাজার ৬৩১ জনের নামের তালিকা প্রকাশ করা হবে। রাজ্যের এই খসড়া তালিকায় আপনার নাম আছে কিনা তা দেখতে পারবেন ভোটারেরা।
আরও পড়ুন : হায়দ্রাবাদ জিতল, কলকাতা হারল │ কিন্তু কেন?
অনলাইনে কিভাবে জানবেন? (Voter List Draft 2025)
- কমিশনের দেওয়া নির্দিষ্ট অ্যাপ এসিআইএনইটি থেকে সংশ্লিষ্ট ভোটার তার নাম দেখতে পারবেন। এই অ্যাপে এপিক নম্বর দিলেই জানা যাবে খসড়া তালিকায় নাম আছে কিনা। অ্যাপটি ওপেন করলেই দেখা যাবে একটি বক্স। ‘সার্চ ইওর নেম ইন ভোটার লিস্ট’- এই বক্সে ক্লিক করলেই একটি নতুন পেজ ওপেন হবে। যেখানে এপিক নম্বর জানতে চাওয়া হবে। ভোটারের এপিক নম্বর এখানে দিলেই খসড়া তালিকায় তার নাম আছে কিনা জানা যাবে।
- এছাড়া eci.gov.in এই ওয়েবসাইটে গিয়েও নিজের নাম দেখতে পারবেন।
- ceo.westbengal.wb.gov.in এই ওয়েবসাইটে গিয়েও খসড়া তালিকায় নিজের নাম দেখা যাবে।
- জেলা নির্বাচনী আধিকারিকদের ওয়েবসাইট থেকেও নাম দেখা যাবে।
আরও পড়ুন : হায়দ্রাবাদ জিতল, কলকাতা হারল │ কিন্তু কেন?

অফলাইনে কিভাবে ভোটাররা জানতে পারবেন?
অনেক মানুষ রয়েছেন যারা অনলাইনে সেই ভাবে স্বচ্ছন্দ নন, তারাও দেখতে পারবেন, খসড়া তালিকায় নিজের নাম আছে কিনা। আটটি রাজনৈতিক দলের জনপ্রতিনিধিদের কাছে সফট কপি দেওয়া হবে নির্বাচন কমিশনের তরফে। তার মাধ্যমে নাম দেখা যাবে। প্রত্যেক বি এল ওর কাছে নামের তালিকা পাঠানো হবে। আপনি আপনার সংশ্লিষ্ট বি এল ওর থেকে নিজের নাম দেখে নিতে পারবেন তালিকায় আছে কিনা।
নির্বাচন কমিশনের একজন আধিকারিক জানিয়েছেন, রাজ্যের সমস্ত বিএল ওদের কাছে খসড়া তালিকার সফট কপি দেওয়া হবে। প্রত্যেকের নিজস্ব বুথের খসড়া তালিকা আপনার সংশ্লিষ্ট বি এল ওর থেকে পেয়ে যাবেন। যাদের নাম তালিকায় থাকবে না, তাদের জন্য ক্লেম এন্ড অবজেকশন (Claim and Objection) নামে একটি অপশন দেওয়া থাকবে। সেখানে ভোটাররা জানাতে পারবেন তালিকায় তাদের নাম না থাকার কথা।
Most Viewed Posts
- মোটা হবেন না, মিষ্টি খান নিশ্চিন্তে │ Guilt-Free Sweets for Diwali Delight
- Dharmendra death: ধর্মেন্দ্রর জীবনের এই ১১টি তথ্য অনেকেই জানেন না │ 11 Untold Facts About Dharmendra
- Nil Sasthi 2025 : সন্তানের মঙ্গলে আজ নীলষষ্ঠী! জেনে নিন পুজোর নিয়ম, উপকরণ ও মন্ত্র
- জানেন কি নবরাত্রির চতুর্থ দিনে মা কুষ্মাণ্ডা পূজা কেন বিশেষ? ︱Why Ma Kushmanda Puja on Navratri Day 4 is Special?
- Digha Jagannath Temple Facts ︱দীঘা জগন্নাথ মন্দির সম্পর্কে জানুন এই দশটি অজানা তথ্য

