বুধের প্রভাবে অর্থভাগ্যে ওঠানামা
পকেটে টাকা থাকছে না? ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে বুধ ও চন্দ্রের প্রভাবে কারা পড়বেন খরচের জালে আর কার ভাগ্যে আসবে লাভের আলো—জানুন আজই Weekly Finance Horoscope।
নিউজ অফবিট ডিজিটাল ডেস্ক: ডিসেম্বরের শুরুটা যেন অর্থনৈতিক দিক থেকে বেশ চ্যালেঞ্জিং হতে চলেছে। বিশেষত বুধের বক্রগতির (Mercury Retrograde) প্রভাবে কিছু রাশির জাতক জাতিকাদের জীবনে দেখা দিতে পারে অপ্রত্যাশিত অর্থহানি। কারও হঠাৎই পকেট খালি হয়ে যেতে পারে, আবার কেউ কেউ পেতে পারেন লটারির মতো অপ্রত্যাশিত অর্থলাভের সুযোগ। বুধ বুদ্ধির কারক গ্রহ। অন্যান্য গ্রহগুলি বিভিন্ন গ্রহের সমন্বয়ে শুভ অশুভ ফল প্রদান করে থাকে। বুধ একা শুভস্থানে শুভ ফল দান করে, অশুভ স্থানে অশুভ ফল দান করে। এবার আসুন জেনে নেওয়া যাক, কোন কোন রাশির জাতক জাতিকাদের ক্ষতির সম্ভাবনা রয়েছে, আর কারাই বা লাভবান হবেন।
আরও পড়ুন : ২০২৬-এ মেষ রাশির জন্য আসছে বড় মোড় │ Aries Horoscope 2026 Full Prediction
মেষ (Aries)
এই রাশির ক্ষেত্রে বুধের অবস্থান দুর্বল। যার ফলে আর্থিক দিক থেকে ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে। কর্মক্ষেত্রে কাজের চাপ বাড়বে। অনেক ক্ষেত্রে সুযোগ হাতছাড়া হতে পারে। তবে কারোর যদি জন্মছকে বুধের অবস্থান ভালো থাকে তবে অবশ্যই বুধ সেই রাশিতে ভালো ফল দেবে।
মকর (Capricorn)
এই সপ্তাহে মকর রাশির জাতকদের আর্থিক দিক একটু চাপে থাকবে। কোনো পুরনো লোন বা ইনভেস্টমেন্ট নিয়ে বিভ্রান্তি তৈরি হতে পারে। কারও কাছ থেকে পাওনা ফেরত না আসতে পারে, এমনকি কোনো বন্ধুর সঙ্গে টাকাপয়সা নিয়ে মনোমালিন্যও হতে পারে। ভুল সিদ্ধান্ত বা তাড়াহুড়ো করে বিনিয়োগ করলে বড় ক্ষতি হতে পারে।
কর্কট (Cancer)
কর্কট রাশির জাতকদের জন্য ডিসেম্বরের প্রথম সপ্তাহটি একটু টানাপোড়েন-এর। হঠাৎ পরিবারের কারও স্বাস্থ্যজনিত কারণে খরচ বাড়তে পারে। বুধের বক্রগতির ফলে হিসাবের ভুলে বড় ক্ষতিও হতে পারে। টাকা ধার দেওয়া বা কাউকে আর্থিকভাবে সাহায্য করার আগে ভালোভাবে ভেবে নিন। বড় কেনাকাটা এড়িয়ে চলুন, বিশেষত অনলাইন লেনদেন।
সবাই যে ক্ষতির মুখে পড়বেন, তা নয় (Weekly Finance Horoscope)। বৃশ্চিক (Scorpio) ও বৃষ (Taurus) রাশির জাতকদের জন্য সপ্তাহটি বরং শুভ। হঠাৎ কোনো জায়গা থেকে বোনাস, পুরনো প্রজেক্টের পেমেন্ট, এমনকি অপ্রত্যাশিত লাভের সুযোগ আসতে পারে। যারা ফ্রিল্যান্সিং বা পার্টটাইম ইনকাম করেন, তাঁদের জন্য এই সময়টি সৌভাগ্যের। বুধ যখন নিজের রাশি বা কোন উচ্চ রাশিতে প্রবেশ করে তখন ব্যবসা এবং কর্মজীবনে নতুন সুযোগ আসে, আয় বৃদ্ধি পায়। বৃষ রাশির ক্ষেত্রে আর্থিক উন্নতি ঘটবে, কর্মক্ষেত্রে নতুন সুযোগ আসতে পারে। মিথুন রাশির ক্ষেত্রেও বুধের ফল শুভ। কর্মজীবনের উন্নতি ঘটায়।
Most Viewed Posts
- মোটা হবেন না, মিষ্টি খান নিশ্চিন্তে │ Guilt-Free Sweets for Diwali Delight
- Dharmendra death: ধর্মেন্দ্রর জীবনের এই ১১টি তথ্য অনেকেই জানেন না │ 11 Untold Facts About Dharmendra
- Nil Sasthi 2025 : সন্তানের মঙ্গলে আজ নীলষষ্ঠী! জেনে নিন পুজোর নিয়ম, উপকরণ ও মন্ত্র
- জানেন কি নবরাত্রির চতুর্থ দিনে মা কুষ্মাণ্ডা পূজা কেন বিশেষ? ︱Why Ma Kushmanda Puja on Navratri Day 4 is Special?
- Digha Jagannath Temple Facts ︱দীঘা জগন্নাথ মন্দির সম্পর্কে জানুন এই দশটি অজানা তথ্য

