নববর্ষের শুভেচ্ছা বার্তায় কী লিখবেন বুঝতে পারছেন না? দেখে নিন।

 ব্যবহার করতে পারেন রবীন্দ্রনাথ সঙ্গীত

nababarsha, poila baisakh, new year, bengali new year, wish
ছবি সৌজন্যে: তন্ময় সামন্ত

নিউজ অফবিট ডিজিটাল ডেস্কঃ নববর্ষ। পয়লা বৈশাখ। বাংলা ক্যালেন্ডারের হিসাবে একটা পুরোনো বছরের চৈত্র পেরিয়ে নতুন বছরের বৈশাখ শুরু। আর এই নতুন বছরের প্রথম দিনটিকে স্বাগত জানাতে বাঙালি উৎসব পালন করে। লক্ষ্মী-গণেশ পুজো, হালখাতা, মিষ্টি বিনিময় ইত্যাদিতে মেতে ওঠেন বঙ্গবাসী। একে অন্যকে নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে মিষ্টিমুখ করেন।
এই বছর ১৪৩০ বঙ্গাব্দে পৌঁছলো বাংলা ক্যালেন্ডার। সময় বদলেছে। বাংলার সেকাল এবং একালের নববর্ষ পালনের পদ্ধতিতেও বদল এসেছে। সাম্প্রতিক সময়ে বেশিরভাগ মানুষেরই নিজেদের কর্মব্যস্ততা আছে। তাই সামনাসামনি দেখা করে শুভেচ্ছা বিনিময়ের বদলে সোশ্যাল মিডিয়ায় শুভেচ্ছা ছড়িয়ে দেওয়াই এখন নীতি। তবে হোয়াটসঅ্যাপ, ফেসবুক বা টুইটারে আপনার বিশেষ মানুষদের জন্য কীভাবে লিখবেন বিশেষ শুভেচ্ছা বার্তা দেখে নিন।
বাঙালি সঙ্গে ওতপ্রোতভাবে ভাবে জড়িয়ে আছেন রবীন্দ্রনাথ। তাঁর সৃষ্টি ধার করে বাঙালি উৎসবে মেতে উঠে ধন্য হয়। বৈশাখ অথবা নববর্ষের সঙ্গে মেলে এমন কিছু গান বা কবিতা ব্যবহার করে শুভেচ্ছা পাঠাতে পারেন আপনার প্রিয়জনকে। যেমন-

১। এসো হে বৈশাখ, এসো এসো।

২। নব আনন্দে জাগো।

৩। হে নূতন, দেখা দিক আরবার জন্মেরও প্রথম শুভক্ষণ।

৪। নববর্ষ এল আজি।

৫। নব বৎসরে করিলাম পণ।




0/Post a Comment/Comments

নবীনতর পূর্বতন