সুপ্রিম কোর্ট শিক্ষক নিয়োগের মেয়াদ বৃদ্ধি (Supreme Court Teacher Recruitment Extension) সংক্রান্ত গুরুত্বপূর্ণ রায় প্রকাশ করেছে। আদালত জানিয়েছে, শিক্ষক নিয়োগের সম্পূর্ণ প্রক্রিয়া শেষ করতে হবে ৩১ আগস্টের মধ্যে। বিস্তারিত জানুন এই প্রতিবেদনে।
নিউজ অফবিট ডিজিটাল ডেস্ক: শিক্ষক নিয়োগের প্রক্রিয়া নিয়ে রাজ্য জুড়ে চলা বিতর্কের মাঝেই আজ সুপ্রিম কোর্টের একটি গুরুত্বপূর্ণ রায় এসেছে। সুপ্রিম কোর্টের নির্দেশ ছিল আগামী ৩১শে ডিসেম্বরের মধ্যে শিক্ষক নিয়োগের প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে। সেই মেয়াদ বৃদ্ধি করা হলো আরো আট মাস (Supreme Court Teacher Recruitment Extension)। আজ সুপ্রিম কোর্টের বিচারপতি সঞ্জয় কুমারের বেঞ্চ জানিয়েছেন, সম্পূর্ণ প্রক্রিয়া শেষ করতে হবে ৩১ শে আগস্ট ২০২৬ এর মধ্যে। সুপ্রিম কোর্টের পক্ষ থেকে কী কী জানানো হয়েছে জানুন বিস্তারিত এই প্রতিবেদন থেকে।
আরও পড়ুন : SIR শুনানিতে কী কী নথি নিয়ে যাবেন? SIR Hearing Documents
সুপ্রিম কোর্টের রায়ে কী জানানো হয়েছে? (Supreme Court Teacher Recruitment Extension)
- নিয়োগ প্রক্রিয়া ৩১শে ডিসেম্বর থেকে ৩১শে আগস্ট,২০২৬ পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে।
- যোগ্য শিক্ষকরা ৩১শে আগস্ট পর্যন্ত বেতন পাবেন। ৩১ শে আগস্ট পর্যন্ত তারা শিক্ষকতা করতে পারবেন।
- রাজ্য স্কুল সার্ভিস কমিশন, পশ্চিমবঙ্গ সরকার, মধ্যশিক্ষা পর্ষদ সুপ্রিম কোর্টের কাছে আবেদন জানায়,নিয়োগ প্রক্রিয়া বৃদ্ধি করার জন্য। সেই পরিপ্রেক্ষিতে সুপ্রিমকোর্টের আজকের এই রায়।
- ইতিমধ্যেই একাদশ-দ্বাদশ, নবম-দশম শ্রেণীর লিখিত পরীক্ষার ফল প্রকাশ করেছে স্কুল সার্ভিস কমিশন। ইন্টারভিউ প্রক্রিয়া, ডকুমেন্ট ভেরিফিকেশন প্রক্রিয়া, কাউন্সেলিং এর জন্যই সুপ্রিম কোর্টের কাছে এই সময়সীমা বৃদ্ধি করবার আবেদন জানায় কমিশন।
সর্বোচ্চ আদালতের এই রায়কে সাধুবাদ জানিয়েছেন রাজ্যের শিক্ষামন্ত্রী। তিনি আরো জানিয়েছেন, এই নির্দেশে পরিষ্কার ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশন স্বচ্ছ এবং দায়বদ্ধভাবেই পরীক্ষার নিয়োগ প্রক্রিয়া চালাচ্ছে। সুপ্রিম কোর্টের এই রায়ের পরিপ্রেক্ষিতে যোগ্য শিক্ষকদের একাংশ জানিয়েছে, এই রায় সাময়িকভাবে তাদের স্বস্তি দিয়েছে। আরো কিছুদিন যোগ্য শিক্ষকরা এই রায়ের পরিপ্রেক্ষিতে শিক্ষকতা করতে পারবেন। তবে তারা এও জানিয়েছেন, সরকার আইন মেনে যোগ্য শিক্ষকদের নিয়োগের ব্যবস্থা করুন।। একজন যোগ্য শিক্ষক ও বঞ্চিত যেন না হয়।
Most Viewed Posts
- মোটা হবেন না, মিষ্টি খান নিশ্চিন্তে │ Guilt-Free Sweets for Diwali Delight
- Dharmendra death: ধর্মেন্দ্রর জীবনের এই ১১টি তথ্য অনেকেই জানেন না │ 11 Untold Facts About Dharmendra
- Nil Sasthi 2025 : সন্তানের মঙ্গলে আজ নীলষষ্ঠী! জেনে নিন পুজোর নিয়ম, উপকরণ ও মন্ত্র
- জানেন কি নবরাত্রির চতুর্থ দিনে মা কুষ্মাণ্ডা পূজা কেন বিশেষ? ︱Why Ma Kushmanda Puja on Navratri Day 4 is Special?
- Digha Jagannath Temple Facts ︱দীঘা জগন্নাথ মন্দির সম্পর্কে জানুন এই দশটি অজানা তথ্য

