নিউজ
অফবিট ডিজিটাল ডেস্কঃ জ্যোতিষী গণনা
অনুযায়ী, বুদ্ধ পূর্ণিমার দিন মাহেন্দ্র
ক্ষণ৷এ বারের বুদ্ধ পূর্ণিমাতে সমসপ্তক রাজযোগ রয়েছে৷এদিন গুরু বৃহস্পতি এবং নবগ্রহের রাজা সূর্যদেব মুখমুখী আসবে। তার উপর দিনটি শনিবার। তাই সেই মাহেন্দ্রযোগেনিয়ম
মেনে তিনটি কাজ করলেই মনের ইচ্ছা পূরণ হবেই।
- ১। স্নানের
পর জোয়ারের সময় আনা গঙ্গাজলের সঙ্গে কিছুটা হলুদ ও চন্দন মিশিয়ে নিন। সেই জল কলাগাছ বা অশ্বত্থ গাছের গড়ায় ঢালুন এবং মনস্কামনা
বলুন।আপনার মঙ্গলসূচক যে কোনও মনস্কামনা
পূরণ হবেই। খেয়াল রাখবেন, এমন কিছু কামনা করবেন না যাতে অন্যের বিপদ হয়।
- ২। বুদ্ধপূর্ণিমার
মাহেন্দ্র দিনে শুদ্ধ বস্ত্রে একটি অশ্বত্থ পাতা তুলে আনুন। সূর্য অস্ত যাওয়ার পর সেই পাতায় চন্দন দিয়ে মনস্কামনা লিখে গঙ্গায় ভাসিয়ে দিন।মনের ইচ্ছা পূরণ
হবেই।
আরও পড়ুনঃ কাল বুদ্ধপূর্ণিমা, এই কাজ করলে সাফল্য হাতের মুঠোয়
- ৩। এ দিন ভগবান বিষ্ণু, মা লক্ষ্মী এবং চন্দ্রদেবের পুজো
করে মনের ইচ্ছার কথা
জানান। এরপর সারাদিনে কাজের ফাঁকে মনে মনে ‘সোম সোমায় নমঃ’-এই মন্ত্র জপ করতে থাকুন৷জীবনে সুখ ও সমৃদ্ধি আসবে৷বৈভব প্রাপ্তি ঘটবে৷মনবাঞ্ছা পূর্ণ হবে।

