দেব এবং মিঠুন চক্রবর্তী অভিনীত প্রজাপতি ২ মুক্তি পেয়েছে বড়দিনে (Projapoti 2 Release)। কোন মাসালা এন্টারটেইনার নয়, জানুন সিনেমার রিভিউ, দর্শকের প্রতিক্রিয়া ও সাফল্যের বাস্তব বিশ্লেষণ।
নিউজ অফবিট ডিজিটাল ডেস্ক: বড়দিন মানেই কলকাতার সিনেমা হলে রঙিন উৎসব। এই উৎসবেই মুক্তি পেয়েছে তিনটি বড় বাংলা ছবি — ইতিহাস, রহস্য আর নস্টালজিয়ার মিশ্রণে এক সিনেমাটিক সপ্তাহান্ত। দেব অভিনীত ছবি প্রজাপতি ২ বড়দিনের দিন মুক্তি পেয়েছে। কিন্তু সেই পথে হাঁটেনি ‘প্রজাপতি ২’ (Projapoti 2)। বরং পরিচালক অভিজিৎ সেন বেছে নিয়েছেন একদম সাদামাটা, অথচ হৃদয়স্পর্শী পারিবারিক গল্প। এমন এক গল্প, যা দর্শকের জীবনের সাথেই মিশে আছে। যে গল্পের মধ্যে দিয়ে নিজের অতীতে হারিয়ে যেতে পারবেন দর্শক, পুরোনো দিনের স্মৃতি ভেসে উঠবে তার হৃদয়ের মনিকোঠায়। প্রতিবেদনে জেনে নিন, দর্শকের প্রতিক্রিয়া, সিনেমার প্লট, আর কলাকুশলীদের কথা।
আরও পড়ুন : ‘লহ গৌরাঙ্গের নাম রে’ মুক্তি পাচ্ছে │ দর্শকের হৃদয় ছোঁবে? ‘Loh Gauranger Nam Re’ movie release
প্রজাপতি ২-এর প্লট
প্রজাপতির সিক্যুয়াল প্রজাপতি ২। ‘প্রজাপতি ২’-এর গল্প মূলত সম্পর্ক, প্রজন্মের ফারাক আর একাকিত্বের গল্প। প্রথম ছবিতে আমরা দেখেছিলাম এক সিঙ্গল ফাদারের জীবনের লড়াই, এবার গল্প এগিয়েছে সেই জীবনের পরের অধ্যায়ে।দেবের চরিত্র এবার আরও পরিণত, আর মিঠুন চক্রবর্তী নিজের সীমাহীন অভিজ্ঞতা দিয়ে ছবির প্রতিটি দৃশ্যকে প্রাণবন্ত করেছেন। এই গল্পের প্রথম অধ্যায় দেখানো হয়েছে লন্ডনে। এই অধ্যায়ে রয়েছে এক বাবা মেয়ের সম্পর্কের গল্প। দ্বিতীয় অধ্যায়ে রয়েছে মিঠুন চক্রবর্তী এবং দেবের ( বাবা ও ছেলের) সম্পর্কের কথা।
গল্পে জটিলতা নেই। স্নেহ, আবেগ, অনুভূতি জাগাবে দর্শকের মনে। সিনেমাতে কমেডি খুব সুন্দর ভাবে ব্যবহার করেছেন পরিচালক। তুলে ধরেছেন বাস্তব জীবনের টানাপোড়েন। বাবা ছেলের দূরত্ব সময়ের সাথে সাথে গভীর হয়েছে। কিছু কিছু জায়গায় অতিরিক্ত মেলোড্রামা প্লটকে নষ্ট করলেও ছবির প্রতিটি ফ্রেমে লুকিয়ে আছে আবেগ। যা দর্শকের মনকে স্পর্শ করতে পেরেছে। বাকি গল্প জানতে হলে অবশ্যই আপনাদের নিকটবর্তী হলে গিয়ে সিনেমাটি দেখতে হবে।
দেব-মিঠুনের কেমিস্ট্রি —নতুন ম্যাজিক?
বাংলা সিনেমায় দেব ও মিঠুন চক্রবর্তী একসাথে পর্দায় মানেই এক বিশেষ মুহূর্ত। ‘প্রজাপতি’-তে তাদের সম্পর্ক দর্শক হৃদয়ে গভীর রেখা এঁকেছিল। এবার সেই সম্পর্ক আরও গভীর, আরও মানবিক। মিঠুন চক্রবর্তীর সংলাপের সরলতা আর দেবের সংযত অভিনয় — দুজনের সমন্বয়ে তৈরি হয়েছে এমন কিছু দৃশ্য, যা নিঃশব্দে আপনাকে কাঁদিয়ে দেবে।

প্রজাপতি ২ এ অভিনয় করেছেন কারা?
এই গল্প সম্পর্কের গল্প। মিঠুন চক্রবর্তীর দেব জুটি যেমন বাবা ছেলের সম্পর্কের গল্প বলেছে, এই সিনেমাতে আরো একটি জুটির অভিনয় প্রশংসার যোগ্য। দেব অনুমেঘা জুটি। তাদের অভিনয় বাবা মেয়ের সম্পর্কের সমীকরণ বদলে দিয়েছে। এছাড়া এই সিনেমাতে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন অপরাজিতা আঢ্য, অনির্বাণ চক্রবর্তী, ইধিকা পাল, খরাজ মুখোপাধ্যায় প্রমুখ অভিনেতা অভিনেত্রীরা। প্রত্যেকের অভিনয় অনবদ্য। আজকের দিনে যখন মানুষের সম্পর্কগুলো ভাঙনের দিকে, এই সিনেমা দর্শককে বলবে নতুন সম্পর্কের গল্প। তাই সিনেমার সাফল্য নিয়ে আশাবাদী অভিনেতা সুপারস্টার দেব।
প্রজাপতি ২ এ সংগীত (Projapoti 2 Release)
অনেকদিন পর জিৎ গাঙ্গুলির কামব্যাক হয়েছে এই সিনেমার মধ্যে দিয়ে । প্রত্যেকটি গান অনবদ্য, বিশেষ করে নচিকেতা চক্রবর্তীর গানটি অসাধারণ। গান সিনেমাকে একটি অন্য মাত্রা দিয়েছে।
দর্শক প্রতিক্রিয়া
বড়দিনের ছুটিতে প্রেক্ষাগৃহে দেখা গেছে পরিবার-সহ উপস্থিত দর্শকদের ভিড়। কেউ মাকে নিয়ে, কেউ ছেলেকে নিয়ে — যেন প্রত্যেকে নিজের জীবনের গল্প খুঁজতে এসেছে প্রজাপতি ২-তে (Projapoti 2 Release)। সিনেমার শেষে বেশিরভাগ দর্শক জানিয়েছেন, এই সিনেমার মধ্যে দিয়ে তারা নিজেদেরই খুঁজে পেয়েছেন। এই ছবির প্রধান শক্তি তার গল্প এবং আন্তরিকতা। যেখানে নেই বাড়তি চমক, শুধু আবেগ সত্যি।
Most Viewed Posts
- মোটা হবেন না, মিষ্টি খান নিশ্চিন্তে │ Guilt-Free Sweets for Diwali Delight
- Dharmendra death: ধর্মেন্দ্রর জীবনের এই ১১টি তথ্য অনেকেই জানেন না │ 11 Untold Facts About Dharmendra
- ২০২৬-এ মেষ রাশির জন্য আসছে বড় মোড় │ Aries Horoscope 2026 Full Prediction
- জানেন কি নবরাত্রির চতুর্থ দিনে মা কুষ্মাণ্ডা পূজা কেন বিশেষ? ︱Why Ma Kushmanda Puja on Navratri Day 4 is Special?
- Digha Jagannath Temple Facts ︱দীঘা জগন্নাথ মন্দির সম্পর্কে জানুন এই দশটি অজানা তথ্য

