কনকনে শীতে আপনাকে উষ্ণতা দিতে পারে শীতের পোশাক। শীতকাল মানেই উলের পোশাক। প্রত্যেকদিন সোয়েটার ব্যবহারের ফলে অনেক সময় রোঁয়া ওঠে (Remove Lint from Woolens)। কিভাবে এর থেকে মুক্তি পাবেন জানতে অবশ্যই প্রতিবেদনটি পড়ুন।
নিউজ অফবিট ডিজিটাল ডেস্ক: শীত এলেই আলমারির কোণ থেকে বেরিয়ে আসে প্রিয় সোয়েটার, কার্ডিগান, উলেন জ্যাকেট। কিন্তু কিছুদিন পরই দেখা যায়—রোঁয়া বা ছোট ছোট বলস (lint/pilling) সোয়েটারের সৌন্দর্য নষ্ট করে দিচ্ছে। বিশেষ করে উলেন কাপড়ের ক্ষেত্রে এই সমস্যা আরও প্রকট। দামি ব্র্যান্ডের জ্যাকেটও দেখতে পুরনো হয়ে যায় কয়েকবার ব্যবহারেই। কিন্তু আশ্চর্যের বিষয়, ঘরোয়া কিছু কৌশলেই উলের পোশাক থেকে রোঁয়া দূর করা সম্ভব (Remove Lint from Woolens)। যাতে সোয়েটার বা উলেন জামা একদম নতুনের মতো ঝকঝকে থাকে। আজকের প্রতিবেদনে জানুন সেই গোপন ট্রিক। গাইডে জেনে নিন ঘরে বসেই কীভাবে আপনি কয়েক মিনিটে দূর করবেন এই রোঁয়া সমস্যা — কোনো ড্রাই ক্লিনারের খরচ ছাড়াই।
আপনার দৈনন্দিন ব্যবহারে রেজারই হতে পারে উলের জামার রক্ষাকর্তা। তবে এখানে একটু সাবধানতা জরুরি। প্রথমেই সোয়েটারটি সমানভাবে বিছিয়ে রাখুন সমতল জায়গায়। এরপর একটি পুরনো কিন্তু ধারালো রেজার হালকা কৌণিকভাবে ধরে আস্তে আস্তে চালান। লক্ষ্য রাখবেন, বেশি চাপ দেবেন না — এতে জামার সূতা কেটে যেতে পারে। ধীরে ধীরে রোঁয়াগুলো উঠে আসবে, আর জামা হবে ঝকঝকে।
যদি আপনি রেজার ব্যবহার করতে ভয় পান, তবে আরেকটি চমৎকার বিকল্প হলো পিউমিস স্টোন। এটি সাধারণত ফুট কেয়ার বা ওয়াশরুম প্রোডাক্টের দোকানে পাওয়া যায়। স্টোনটি সোয়েটারের ওপর হালকাভাবে ঘষলে রোঁয়াগুলো একেবারে পরিষ্কার হয়ে যায়। এটি উলের ফাইবারকে ক্ষতি না করে অতিরিক্ত রোঁয়া তুলে দেয়, ফলে জামা আবার চকচকে হয়ে ওঠে। পিউমিস স্টোন ব্যবহারের পর একটি নরম ব্রাশ দিয়ে জামা আলতোভাবে ব্রাশ করে নিন — এতে কাপড় আরও নরম ও মসৃণ থাকবে।
সোয়েটার বা জ্যাকেট সংরক্ষণের সময় ভাঁজ করে রাখুন, হ্যাঙ্গারে ঝুলিয়ে রাখবেন না। পোশাক শুকানোর সময় সরাসরি রোদে রাখবেন না, ছায়ায় শুকোতে দিন (Remove Lint from Woolens)। মরসুম শেষে জামাগুলো ধুয়ে সম্পূর্ণ শুকিয়ে ন্যাপথলিন বা ল্যাভেন্ডার স্যাচেটসহ রেখে দিন। একটু সচেতন থাকলে প্রিয় পোশাকটিকে বহু বছর নতুনের মতো রাখাই সম্ভব। ড্রাই ক্লিনারের বিল বাঁচান, আর কয়েক মিনিটের হোম কেয়ারেই ফিরিয়ে আনুন আপনার সোয়েটারের আগের জেল্লা।
Most Viewed Posts
- মোটা হবেন না, মিষ্টি খান নিশ্চিন্তে │ Guilt-Free Sweets for Diwali Delight
- Dharmendra death: ধর্মেন্দ্রর জীবনের এই ১১টি তথ্য অনেকেই জানেন না │ 11 Untold Facts About Dharmendra
- ২০২৬-এ মেষ রাশির জন্য আসছে বড় মোড় │ Aries Horoscope 2026 Full Prediction
- জানেন কি নবরাত্রির চতুর্থ দিনে মা কুষ্মাণ্ডা পূজা কেন বিশেষ? ︱Why Ma Kushmanda Puja on Navratri Day 4 is Special?
- Digha Jagannath Temple Facts ︱দীঘা জগন্নাথ মন্দির সম্পর্কে জানুন এই দশটি অজানা তথ্য

