মাত্র ৬ লক্ষ টাকায় নিউটাউনে ফ্ল্যাট (Affordable flat in New Town)। রাজ্য সরকারের উদ্যোগে হিডকো–র “নিজন্ন” ও “সুজন্ন” প্রকল্পে আবেদন চলছে। আয়সীমা, শর্ত ও আবেদন প্রক্রিয়া জেনে নিন বিস্তারিত।
নিউজ অফবিট ডিজিটাল ডেস্ক: স্বপ্নের শহর নিউটাউনে মাথার ওপর ছাদ — একসময় যা শুধুই স্বপ্ন ছিল মধ্যবিত্ত ও নিম্ন আয়ের মানুষের জন্য, সেটাকেই এবার বাস্তব করছে রাজ্য সরকার। মাত্র ৬ লক্ষ টাকায় নিউটাউনের অ্যাকশন এরিয়া–২ এ মিলছে ফ্ল্যাট। হিডকো-র নতুন দুটি আবাসন প্রকল্প ‘নিজন্ন’ ও ‘সুজন্ন’—নিয়ে ইতিমধ্যেই শুরু হয়ে গেছে আবেদন প্রক্রিয়া, যা চলবে ৩০ জানুয়ারি ২০২৬ পর্যন্ত। বর্তমান বাজারে নিউটাউনের এক কামরার ফ্ল্যাটের দাম যেখানে ১৫ লক্ষ টাকার কাছাকাছি, সেখানে মাত্র ছ’লক্ষ টাকায় নিজস্ব ঘর পাওয়া এখন যেন এক সুবর্ণ সুযোগ। রাজ্য সরকারের এই পদক্ষেপ সামাজিক ন্যায়েরও প্রতীক হয়ে উঠেছে।
আরও পড়ুন : বড়দিনের একাল সেকাল │ Christmas Celebration Then & Now
‘নিজন্ন’ প্রকল্পে মাত্র ৬ লক্ষে নিজের ঘর
‘নিজন্ন’ প্রকল্পে মোট ৪৯০টি ফ্ল্যাট তৈরি হচ্ছে, প্রতিটির কার্পেট এরিয়া ২৯৮ বর্গফুট। আবেদন করতে পারবে সেইসব পরিবার, যাদের মাসিক আয় ২৫ হাজার টাকার মধ্যে। আবেদন করতে লাগবে মাত্র ৬০ হাজার টাকা, আর বাকি প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ লটারির মাধ্যমে হবে। রাজ্য প্রশাসনের এক কর্তা জানিয়েছেন, নিউটাউনের জমির দাম যেভাবে বেড়েছে, সেখানে ছ’লক্ষ টাকায় ফ্ল্যাট পাওয়া প্রায় অসম্ভব। কিন্তু এই প্রকল্প সেই অসম্ভবকেই সম্ভব করছে। এ প্রকল্প বিশেষ করে সেইসব পরিবারগুলির জন্য আশীর্বাদ, যারা বহুদিন ধরে শহরের কাছাকাছি সাশ্রয়ী মূল্যে ঘর খুঁজছেন।
‘সুজন্ন’ প্রকল্পে দুই কামরার ফ্ল্যাট, দাম ৩২ লক্ষ
দ্বিতীয় প্রকল্প ‘সুজন্ন’ একটু বড় ও মধ্যবিত্তমুখী। এখানে মোট ৭২০টি ফ্ল্যাট তৈরি হবে, প্রতিটির কার্পেট এরিয়া ৬১৭ বর্গফুট। দাম ৩২ লক্ষ টাকা। আবেদন করতে হবে ৩ লক্ষ ২০ হাজার টাকা, এবং এখানেও ফ্ল্যাট পাওয়া যাবে লটারির মাধ্যমে। এখানে আবেদনকারীর পারিবারিক আয়সীমা ধরা হয়েছে ২৫ হাজার থেকে ৬০ হাজার টাকার মধ্যে। অর্থাৎ, যাদের আয় তুলনামূলক বেশি কিন্তু বাজারদরের ফ্ল্যাট কেনা অসম্ভব, তারা এই প্রকল্পের আওতায় আসবেন।
সরকারি ভর্তুকি ও হিডকো-র ভূমিকা
প্রশাসনিক সূত্র জানাচ্ছে, এই প্রকল্পে রাজ্য সরকার কয়েক কোটি টাকার ভর্তুকি দিচ্ছে, যাতে ফ্ল্যাটের দাম সাধ্যের মধ্যে রাখা যায়। বাস্তবায়নের দায়িত্বে রয়েছে হিডকো (HIDCO), যারা ইতিমধ্যেই আবেদন প্রক্রিয়া চালু করেছে।আবেদন করা যাবে www.wbhidcoltd.com–এ অনলাইনে। নাগরিকদের সুবিধার জন্য ওয়েবসাইটে আবেদন সংক্রান্ত বিস্তারিত গাইডলাইন, নথির তালিকা, এবং ইএমআই / পেমেন্ট অপশন (EMI/Payment Options) সংযুক্ত করা হয়েছে।
এটাই প্রথম নয়—এর আগে অ্যাকশন এরিয়া–৩ তে রাজ্য সরকার ও বেসরকারি সংস্থার যৌথ উদ্যোগে নিম্ন আয়ের মানুষের জন্য আবাসন তৈরি হয়েছিল। সেগুলির সফল বাস্তবায়নের পরেই এবার আরও বড় আকারে এই দুটি নতুন প্রকল্পের সূচনা হয়েছে।
Most Viewed Posts
- মোটা হবেন না, মিষ্টি খান নিশ্চিন্তে │ Guilt-Free Sweets for Diwali Delight
- Dharmendra death: ধর্মেন্দ্রর জীবনের এই ১১টি তথ্য অনেকেই জানেন না │ 11 Untold Facts About Dharmendra
- ২০২৬-এ মেষ রাশির জন্য আসছে বড় মোড় │ Aries Horoscope 2026 Full Prediction
- জানেন কি নবরাত্রির চতুর্থ দিনে মা কুষ্মাণ্ডা পূজা কেন বিশেষ? ︱Why Ma Kushmanda Puja on Navratri Day 4 is Special?
- Digha Jagannath Temple Facts ︱দীঘা জগন্নাথ মন্দির সম্পর্কে জানুন এই দশটি অজানা তথ্য

