শতদ্রু দত্ত (Satadru Dutta)—যিনি মেসিকে ভারতে এনেছিলেন। জানুন কীভাবে স্বপ্নের ফেরিওয়ালা থেকে বিতর্কের কেন্দ্রে চলে এলেন এই ইভেন্ট উদ্যোক্তা।
নিউজ অফবিট ডিজিটাল ডেস্ক: ছিলেন স্বপ্নের ফেরিওয়ালা। মুহূর্তে হয়ে গেলেন স্বপ্ন ভাঙার কান্ডারী। মেসিকে (Lionel Messi) ভারতের মাটিতে আনার ঘোষণাতেই দেশজুড়ে ছড়িয়ে পড়েছিল উন্মাদনা। “Messi in Kolkata”—এই তিন শব্দ যেন ফুটবলের ধর্মীয় মন্ত্রে পরিণত হয়েছিল। আর এই পুরো আয়োজনের কান্ডারি ছিলেন একজন বাঙালি—শতদ্রু দত্ত (Satadru Dutta)। যিনি এক দশকেরও বেশি সময় ধরে পেলে (Pelé), মারাদোনা (Diego Maradona), রোনাল্ডিনহো (Ronaldinho)-র মতো কিংবদন্তিদের ভারতে এনেছেন, এবং কলকাতাকে দিয়েছেন “গ্লোবাল ফুটবল হাব”-এর পরিচয়।
কিন্তু যুবভারতীর (Yuva Bharati Krirangan) বিশৃঙ্খলা যেন মুহূর্তে বদলে দিল গল্পের মোড়। যে মানুষকে সবাই চিনেছিল “Dream Maker” হিসেবে, তিনি রাতারাতি হয়ে গেলেন “Disaster Maker”। কলকাতার Messi GOAT India Tour 2025-এর ব্যর্থ আয়োজন আজ তাঁকে দেশজুড়ে আলোচনার কেন্দ্রে এনে ফেলেছে। যাকে পুলিশ ইতিমধ্যে গ্রেফতার করেছে। মুখ্যমন্ত্রীর নির্দেশে গঠিত হয়েছে তদন্ত কমিশনও। কিন্তু কে এই শতদ্রু দত্ত? কীভাবে ‘খেলার ফেরিওয়ালা’ থেকে ‘পরিকল্পনাহীনতার প্রতীক’ হয়ে উঠলেন তিনি?
আরও পড়ুন : হায়দ্রাবাদ জিতল │ কলকাতা হারল │কিন্তু কেন? Kolkata Chaos vs Hyderabad Harmony
চলুন জেনে নেওয়া যাক তাঁর জীবন, কাজ, সাফল্য ও বিতর্কের ৯টি দিক—
১. ব্যাঙ্কার থেকে স্পোর্টস উদ্যোক্তা:
শতদ্রু পেশাগতভাবে ছিলেন ব্যাঙ্কিং ও ফিনান্স ব্যাকগ্রাউন্ডের মানুষ। কিন্তু ২০১১ সালে তিনি স্থায়ী চাকরি ছেড়ে দেন ফুটবলকে ভারতের মাটিতে আন্তর্জাতিক পরিচয় দিতে।
২. সংস্থা “A Satadru Dutta Initiative”:
এই সংস্থার মাধ্যমেই তিনি আয়োজন করেছেন ভারতের বড় বড় স্পোর্টস ইভেন্ট — লক্ষ্য, ভারতকে ফুটবলের গ্লোবাল ম্যাপে স্থাপন করা।
৩. কিংবদন্তিদের আনার রেকর্ড:
তিনি ছিলেন ১৯৯৪ বিশ্বকাপজয়ী ব্রাজিল দল, পেলে, মারাদোনা ও রোনাল্ডিনহো সফরের প্রধান উদ্যোক্তা বা সহ-সমন্বয়ক। কলকাতা তাঁকে চিনেছে ‘তারকা আনার মানুষ’ হিসেবে।
৪. ‘Messi GOAT India Tour 2025’-এর কান্ডারি:
মেসির সফরের কেন্দ্রীয় মুখ হয়ে ওঠেন শতদ্রু। কলকাতা, হায়দরাবাদ, মুম্বই ও দিল্লিতে ট্যুরের পরিকল্পনা করেন তিনি নিজে।
৫. হঠাৎ আলোয় আসা ‘ফ্রন্টম্যান’:
আগের প্রতিটি ইভেন্টে তিনি ছিলেন পর্দার আড়ালে, কিন্তু মেসি ট্যুরে নিজেই হয়ে ওঠেন প্রচারের মুখ—যা তাঁকে জনপ্রিয়তার শীর্ষে তুলে দেয়।
৬. ব্যর্থতা: যুবভারতীর বিশৃঙ্খলা:
টিকিটধারীরা মেসিকে দেখতে না পেয়ে বিক্ষুব্ধ হন। নিরাপত্তা, প্রবেশ, দর্শক ব্যবস্থাপনা—সব ক্ষেত্রেই ভয়াবহ দুর্বলতা ধরা পড়ে। দায় এসে পড়ে শতদ্রুর কাঁধে।
৭. ইমেজের পতন:
সকাল পর্যন্ত যিনি ছিলেন ‘নায়ক’, সন্ধ্যার পর তিনি হয়ে যান ‘খলনায়ক’। সোশ্যাল মিডিয়া তাঁকে সমালোচনায় ছিন্নভিন্ন করে দেয়।
৮. আইনি ঝড় ও তদন্ত:
বিশৃঙ্খলার পর তাঁকে পুলিশ গ্রেফতার করে। সেই সঙ্গে অভিযোগকারী সকলের টিকিটের টাকা ফেরত দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। রাজ্য সরকার তদন্ত শুরু করেছে—যা তাঁর ক্যারিয়ারের বড় ধাক্কা।
৯. ‘Project Mahadeva’ ও ভবিষ্যৎ ভাবনা:
শতদ্রু শুধু তারকা আনা নয়, গ্রাসরুট ফুটবল ডেভেলপমেন্ট নিয়েও কাজ করছেন। তাঁর ‘প্রোজেক্ট মহাদেব’ তরুণ ফুটবলারদের স্কলারশিপ দেওয়ার লক্ষ্য নিয়েছে।
শতদ্রু দত্ত সেই বিরল চরিত্র, যিনি ভারতের ফুটবলে গ্ল্যামার, ব্যবসা আর আবেগের সংযোগ ঘটিয়েছেন। আজ তিনি বিতর্কে, কিন্তু আজ যেভাবে তাঁর ম্যানেজমেন্টে দুর্বলতার কারণে সারা বিশ্বের কাছে কলকাতার মুখ পুড়লো, তিনি কি পারবেন সেই ইমেজকে আবার ফিরিয়ে আনতে, এখন সেটাই দেখার।
Most Viewed Posts
- মোটা হবেন না, মিষ্টি খান নিশ্চিন্তে │ Guilt-Free Sweets for Diwali Delight
- Dharmendra death: ধর্মেন্দ্রর জীবনের এই ১১টি তথ্য অনেকেই জানেন না │ 11 Untold Facts About Dharmendra
- Nil Sasthi 2025 : সন্তানের মঙ্গলে আজ নীলষষ্ঠী! জেনে নিন পুজোর নিয়ম, উপকরণ ও মন্ত্র
- জানেন কি নবরাত্রির চতুর্থ দিনে মা কুষ্মাণ্ডা পূজা কেন বিশেষ? ︱Why Ma Kushmanda Puja on Navratri Day 4 is Special?
- Digha Jagannath Temple Facts ︱দীঘা জগন্নাথ মন্দির সম্পর্কে জানুন এই দশটি অজানা তথ্য

