ইসিআইনেট (ECINET) অ্যাপে এবং ওয়েবসাইটে ইতিমধ্যেই খসড়া তালিকা প্রকাশিত হয়েছে। যাদের নাম তালিকায় নেই, তাদের কী করনীয়? খসড়া তালিকায় নাম থাকলেও কারা শুনানিতে ডাক পাবেন? বিস্তারিত জানতে প্রতিবেদনটি পড়ুন।
নিউজ অফবিট ডিজিটাল ডেস্ক: নির্বাচন কমিশনের ইসিআইনেট (ECINET) সিস্টেমের আওতায় প্রকাশিত হয়েছে পশ্চিমবঙ্গের এস আই আর খসড়া তালিকা (WB SIR Draft List 2025)। তালিকায় অনেকেরই নাম রয়েছে, আবার অনেকে বিস্মিত হয়ে দেখছেন—নিজেদের নাম নেই। তাহলে প্রশ্ন জাগছে, নাম বাদ পড়লে কী করণীয়? আপডেট বা সংশোধনের উপায় কী? এবং কতদিনের মধ্যে এই প্রক্রিয়া সম্পন্ন করা যাবে? এই প্রতিবেদনেই জানুন সেই সব গুরুত্বপূর্ণ তথ্য, যা আপনার জানা অত্যাবশ্যক।
আরও পড়ুন : খসড়া তালিকায় আপনার নাম আছে কিনা কিভাবে জানবেন? Voter List Draft 2025
খসড়া তালিকা প্রকাশ হবার পর কী কী করবেন?
- voters.eci.gov.in এই ওয়েবসাইটে গিয়ে খসড়া তালিকা দেখতে হবে।
- গুগল প্লে স্টোর থেকে ECINET এই অ্যাপটি ডাউনলোড করেও তালিকা দেখতে পারবেন।
- ১৫ ই জানুয়ারি পর্যন্ত জানানো যাবে তালিকার সংক্রান্ত অভিযোগ।
- একমাস বি এল ও দের বুথে বসতে হবে। ভোটারদের বি এল ওরা জানাবেন তাদের কোন ফর্ম পূরণ করতে হবে? যাদের খসড়া তালিকায় নাম থাকবে না তাদের বিস্তারিত জানানোর দায়িত্ব বি এল ওদের। এই একমাস নির্দিষ্ট বুথে বি এল ওরা বসবেন, যাবতীয় সমস্যার সমাধান করতে তারাই সাহায্য করবেন ভোটারদের।
- নির্বাচন কমিশন ভোটারদেরকে আশ্বস্ত করেছেন,কমিশনের তরফে জানানো হয়েছে, তারা যেন চিন্তা না করেন। যে সমস্ত ভোটারদের শুনানিতে ডাকা হবে তাদের যাবতীয় খবর দেবেন দিয়ে BLO রা।
- BLO দের তরফে জানানো হয়েছে, কমিশনের যাবতীয় নিয়ম মেনে তারা কাজ করবেন। শুনানিতে দিয়ে BLO রা উপস্থিত থাকবেন।
- যাদের নাম তালিকায় থাকবে না, তাদের নতুন করে ৬ নম্বর ফরম পূরণ করতে হবে। ২০০২ সালের ভোটার লিস্টের সঙ্গে সম্পর্ক খতিয়ে দেখা হবে।
- কিভাবে ফরম পূরণ করতে হবে এবং কী কী নথি জমা দিতে হবে সেই বিষয়ে বিস্তারিত জানাবেন বিএল ওরা।
কারা শুনানিতে ডাক পাবেন?
- অল্প কিছু সংখ্যক মানুষকে হিয়ারিংয়ে ডাকা হবে।
- ২০০২ সালের তালিকায় যাদের নাম নেই, অথচ ২০২৫ সালের খসড়ায় নাম আছে তাদের ডাকা শুনানিতে হতে পারে।
- ভোটারদের সম্পর্কের ক্ষেত্রে যদি কোন সন্দেহজনক বিষয় থাকে সেই ক্ষেত্রে হিয়ারিং এ ডাকা হবে।
- লিঙ্গের ক্ষেত্রে কোন সমস্যা থাকলে হিয়ারিং এ ডাকা হতে পারে।
- প্রায় ৩০ লক্ষ ভোটার যাদের ম্যাপিং সম্ভব হয়নি তাদের হিয়ারিং এ ডাকা হতে পারে।
নির্বাচন কমিশনের তরফে জানানো হয়েছে, যে সমস্ত ভোটার বয়স্ক, বিছানায় শয্যাশায়ী, অথবা যারা উপস্থিত থাকতে পারবেন না তাদের ক্ষেত্রে বিষয়টি পুনর্বিবেচনা করার আশ্বাস দেওয়া হয়েছে।
Most Viewed Posts
- মোটা হবেন না, মিষ্টি খান নিশ্চিন্তে │ Guilt-Free Sweets for Diwali Delight
- Dharmendra death: ধর্মেন্দ্রর জীবনের এই ১১টি তথ্য অনেকেই জানেন না │ 11 Untold Facts About Dharmendra
- Nil Sasthi 2025 : সন্তানের মঙ্গলে আজ নীলষষ্ঠী! জেনে নিন পুজোর নিয়ম, উপকরণ ও মন্ত্র
- জানেন কি নবরাত্রির চতুর্থ দিনে মা কুষ্মাণ্ডা পূজা কেন বিশেষ? ︱Why Ma Kushmanda Puja on Navratri Day 4 is Special?
- Digha Jagannath Temple Facts ︱দীঘা জগন্নাথ মন্দির সম্পর্কে জানুন এই দশটি অজানা তথ্য

