পর্যাপ্ত ঘুম আর হজম শরীরকে সুস্থ রাখে। পরের দিন সকালে আপনি পাবেন এনার্জি। ঘুমোতে যাবার সময় নিন ডিটক্স ড্রিংক (Bedtime Detox Drink)। কিভাবে বানাবেন? জানতে অবশ্যই পড়ুন প্রতিবেদনটি।
নিউজ অফবিট ডিজিটাল ডেস্ক: দিনের শেষে শরীর আর মন — দুটোই ক্লান্ত। ঘুমোতে যান ঠিকই, কিন্তু ঘুম আসে না। পেট ফাঁপা, হজমে সমস্যা, বা মনটা অস্থির — সব মিলিয়ে রাতের বিশ্রাম যেন দূরের স্বপ্ন। এই সমস্যার এক সহজ সমাধান হতে পারে এক কাপ Bedtime Detox Drink। হলুদ, দারচিনি, মধু, আদা বা বাদাম দুধ—এই প্রাকৃতিক উপকরণগুলো শুধু শরীরের টক্সিন বের করে দেয় না, বরং ঘুম আসতে সাহায্য করে। আজ জানুন রাতে ঘুমোতে যাওয়ার আগে কোন ড্রিঙ্ক আপনাকে দিতে পারে প্রশান্ত ঘুম আর সকালে নতুন এনার্জি।
আরও পড়ুন : ডায়াবেটিস রোগীরা কি নলেন গুড় খেতে পারবেন? জেনে নিন সত্য │ Nolen Gur for Diabetics
বেডটাইম ডিটক্স ড্রিংক কীভাবে কাজ করে?
এই পানীয় শরীরের ভিতরে জমে থাকা টক্সিন বা বর্জ্য পদার্থ দূর করে হজম শক্তি বাড়ায়। ঘুমের সময় শরীরের কোষগুলোকে কাজ করতে সাহায্য করে, ফলে ফ্যাট জমে না লিভারে। লিভার ভালো থাকে। বিশেষ করে শীত বা গরম যে কোন ঋতুতেই রাতে এক কাপ গরম এই জাতীয় পানীয় শরীরকে দেয় আরাম এবং প্রশান্তি।
১. গোল্ডেন মিল্ক │ Turmeric Milk
‘হলুদ দুধ’ বা গোল্ডেন মিল্ক হলো সবচেয়ে জনপ্রিয় Bedtime Detox Drink। গরম দুধে এক চিমটে হলুদ, একটু কালো মরিচ আর সামান্য মধু মিশিয়ে নিন।হলুদের অ্যান্টি-ইনফ্লেমেটরি গুণ শরীরের ব্যথা কমায়, মধু ঘুমের মান উন্নত করে, আর দুধ শরীরকে রিল্যাক্স করে। প্রতিদিন রাতে ঘুমের ৩০ মিনিট আগে এটি খেলে সকালে ঘুম ভাঙবে সতেজ অনুভূতিতে।
২. দারচিনি-মধুর চা │ Cinnamon Honey Tea
এই চা হলো সুস্থ হজম আর উষ্ণতার এক দারুণ সংমিশ্রণ। এক কাপ গরম জলে আধ চা চামচ দারচিনি এবং এক চা চামচ মধু মিশিয়ে নিন। দারচিনির শরীরের ব্লাড সুগার নিয়ন্ত্রণে রাখে। মধু ঘুম আনতে সাহায্য করে। এটি নিয়মিত খেলে রাতের অস্বস্তি অনেকটাই কমে যাবে।
৩. লেমন-জিঞ্জার ড্রিঙ্ক │ Lemon Ginger Detox
এক টুকরো আদা ও লেবুর রস দিয়ে বানানো এই পানীয় হজমে চমৎকার সাহায্য করে। গরম জলে লেবু এবং আদা দিয়ে ৫ মিনিট রাখুন। তারপর চুমুক দিন ধীরে ধীরে। আদা শরীরের টক্সিন বের করে দেয়। আর লেবু লিভারকে পরিষ্কার রাখে। রাতে হালকা ডিনারের পর এই পানীয় নিতে পারেন।
৪. ক্যামোমিল টি │ Chamomile Tea
ঘুম আনতে সবচেয়ে কার্যকরী হারবাল টি হলো ক্যামোমিল। এই টি শরীরের টেনশন কমায় ও মাইন্ড রিল্যাক্স করে।
রাতে ঘুমোতে যাওয়ার আগে এক কাপ গরম ক্যামোমিল টি খেলে ঘুমের মান নাটকীয়ভাবে উন্নত হয়। এই ড্রিঙ্কের অ্যান্টিঅক্সিডেন্ট উপাদান শরীরের ইমিউনিটি সিস্টেমও শক্তিশালী করে।
এটি শরীরকে রিল্যাক্স করে, মনকে শান্ত রাখে, আর সকালে দেয় নতুন উদ্যম। শরীর থেকে যাবতীয় ডিটক্স গুলি বেরিয়ে গেলে শরীরের সমস্ত অঙ্গ-প্রত্যঙ্গ লিভার কিডনি ফুসফুস এগুলি ভালো থাকবে। আপনিও সুস্থ থাকতে পারবেন। তাই আজ থেকেই নিজের পছন্দের এক কাপ ডিটক্স ড্রিঙ্ক বেছে নিন।
Most Viewed Posts
- মোটা হবেন না, মিষ্টি খান নিশ্চিন্তে │ Guilt-Free Sweets for Diwali Delight
- Dharmendra death: ধর্মেন্দ্রর জীবনের এই ১১টি তথ্য অনেকেই জানেন না │ 11 Untold Facts About Dharmendra
- ২০২৬-এ মেষ রাশির জন্য আসছে বড় মোড় │ Aries Horoscope 2026 Full Prediction
- জানেন কি নবরাত্রির চতুর্থ দিনে মা কুষ্মাণ্ডা পূজা কেন বিশেষ? ︱Why Ma Kushmanda Puja on Navratri Day 4 is Special?
- Digha Jagannath Temple Facts ︱দীঘা জগন্নাথ মন্দির সম্পর্কে জানুন এই দশটি অজানা তথ্য

