লগ্নজিতা চক্রবর্তী ছোটবেলা থেকেই সঙ্গীতের ভেতরে বড় হয়েছেন। কলকাতায় জন্ম ও বেড়ে ওঠা এই শিল্পীর গানে শোনা যায় এক মায়াময় আবেগ, এক নিখাদ সংবেদন। সেই শিল্পী আজ বিতর্কের কেন্দ্রে (LagnaJita Chakraborty Life & Controversy)। জানুন তার সঙ্গীত জীবনের কথা। তাঁর সতীর্থদের প্রতিক্রিয়া জানতে প্রতিবেদনটি অবশ্যই পড়ুন।
নিউজ অফবিট ডিজিটাল ডেস্ক: সঙ্গীত তাঁকে দিয়েছে স্বীকৃতি, আবার সেই গানকে ঘিরেই তার জীবনে বিতর্ক। সম্প্রতি স্বনামধন্য গায়িকা লগ্নজিতা চক্রবর্তী গানের শো করতে গিয়েছিলেন একটি বেসরকারি ইংরেজিমাধ্যম স্কুলের অনুষ্ঠানে, পূর্ব মেদিনীপুর জেলার ভগবানপুরে । সেখানে গিয়ে তাকে হেনস্থার শিকার হতে হয়, মারধরের অভিযোগ ওঠে। তিনি উঠে আসেন খবরের শিরোনামে। কিভাবে লগ্নজিতা চক্রবর্তী আজকের জনপ্রিয় মুখ হয়ে উঠলেন? জানুন তার গল্প। এই বিষয়ে বর্তমান প্রজন্মের অন্যান্য সংগীত শিল্পীদের প্রতিক্রিয়া জানুন বিস্তারিত প্রতিবেদনে।
আরও পড়ুন : ‘লহ গৌরাঙ্গের নাম রে’ মুক্তি পাচ্ছে │ দর্শকের হৃদয় ছোঁবে? ‘Loh Gauranger Nam Re’ movie release
স্কুল জীবন তার কাটে পাঠভবন স্কুলে। তারপর সেন্ট জেভিয়ার্স কলেজ। গান চলছিল পাশাপাশি। কিন্তু কখনোই প্রথাগত সংগীত শিল্পী হওয়ার ইচ্ছা তার ছিল না। সৌকর্য ঘোষালের ছবিতে তিনি সংগীত জীবনের যাত্রা শুরু করেন। পরবর্তীকালে সৃজিত মুখোপাধ্যায় এবং অনুপম রায়ের নজরে আসেন। ‘বসন্ত এসে গেছে’ বিখ্যাত সেই গান মানুষের মুখে মুখে ছড়িয়ে পড়ে। তারপর থেকে লগ্নজিতা কে হয়তো আর পিছনে ফিরে তাকাতে হয়নি।
লগ্নজিতা মাটির কাছাকাছি একজন মানুষ। যখন গোটা সমাজ সোশ্যাল মিডিয়ার জ্বরে আক্রান্ত, আজকের শিল্পীরাও সেই ট্রেন্ডে গা ভাসাচ্ছেন, তখন লগ্নজিতা বারবার জানিয়েছেন উন্মুক্ত কন্ঠে, তিনি ইদুর দৌড়ে যেতে চান না। এভাবে দৃপ্তকন্ঠে কঠিন কথা কে সহজভাবে বলতে পারেন কতজন শিল্পী? লগ্নজিতা চক্রবর্তী হয়তো আজকের সমাজে সেই কাজটি করে দেখিয়েছেন। তাঁর কন্ঠে ‘প্রেমে পড়া বারণ’ কোটি কোটি প্রেমিক-প্রেমিকাকে আরো একবার জীবনের পথে চলতে শেখায়। ‘একান্নবর্তী’ সিনেমায় ‘বেহায়া’ গানটি লগ্নজিতাকে আরো একবার নতুন করে চেনালো।
পূর্বেও বলিউডের সংগীত পরিচালক এর বিরুদ্ধে মুখ খুলে ছিলেন লগ্নজিতা। সেদিনও তিনি অন্যায়ের প্রতিবাদ করতে পিছপা হননি। সঙ্গীত তাঁকে দিয়েছে স্বীকৃতি, ভালোবাসা আর অগণিত ভক্ত। কিন্তু সেই গানকেই ঘিরে তাঁকে হতে হয়েছে বিতর্কের মুখোমুখি (LagnaJita Chakraborty Life & Controversy)। এবারের ঘটনার পর বহু শিল্পী ও সংগীতপ্রেমী লগ্নজিতার পাশে দাঁড়ান।
কী বলছে মিউজিক ইন্ডাস্ট্রি? (LagnaJita Chakraborty Life & Controversy)
নিউজ অফবিটকে দেওয়া একান্ত সাক্ষাৎকারেগায়ক মনোময় ভট্টাচার্য জানিয়েছেন, এই ঘটনা দুর্ভাগ্যজনক। তিনি মনে করেছেন, এই ঘটনা থেকে শিক্ষা নিয়েই আগামী দিনে শিল্পীদের প্ল্যান করা উচিত। তিনি শ্রোতাদের প্রতি কিছুটা ক্ষোভপ্রকাশ করেছেন। যদিও জানিয়েছেন, সব শ্রোতাই খারাপ নয়। তবে আগামী দিনে যেকোনো শো অনুষ্ঠিত হলে পুলিশ এবং প্রশাসন যাতে সতর্ক থাকে, এই ধরনের ঘটনার ক্ষেত্রে, সেই দাবি তিনি জানিয়েছেন। পাশাপাশি লগ্নজিতা চক্রবর্তীর এই ধরনের বলিষ্ঠ পদক্ষেপের তিনি প্রশংসা করেছেন।
গায়ক ইমন চক্রবর্তী সোশ্যাল মিডিয়ায় জানিয়েছেন — একজন গায়িকা মঞ্চে গাইতে গিয়ে অপমানিত হবেন — এটা মেনে নেওয়া যায় না। আমরা সবাই লগ্নজিতার পাশে আছি। গায়ক রূপম ইসলামও বলেন — এটা কেবল লগ্নজিতার নয়, প্রতিটি শিল্পীর লড়াই। শিল্পী মানে শুধু কণ্ঠ নয়, সম্মানও।
লগ্নজিতা চক্রবর্তী আজ শুধু একজন গায়িকা নন — তিনি সাহস, প্রতিভা ও মর্যাদার প্রতীক। বিতর্ক, ট্রল, সমালোচনা — সবকিছুর মাঝেও লগ্নজিতা কখনো থেমে যাননি। শিল্প মানে ভালোবাসা, আর ভালোবাসা কখনো ভয় পায় না। তাঁর গল্প আসলে এক সুরের যাত্রা — যেখানে গানের সঙ্গে লড়াইও বাজে তাল মিলিয়ে।
Most Viewed Posts
- মোটা হবেন না, মিষ্টি খান নিশ্চিন্তে │ Guilt-Free Sweets for Diwali Delight
- Dharmendra death: ধর্মেন্দ্রর জীবনের এই ১১টি তথ্য অনেকেই জানেন না │ 11 Untold Facts About Dharmendra
- ২০২৬-এ মেষ রাশির জন্য আসছে বড় মোড় │ Aries Horoscope 2026 Full Prediction
- জানেন কি নবরাত্রির চতুর্থ দিনে মা কুষ্মাণ্ডা পূজা কেন বিশেষ? ︱Why Ma Kushmanda Puja on Navratri Day 4 is Special?
- Digha Jagannath Temple Facts ︱দীঘা জগন্নাথ মন্দির সম্পর্কে জানুন এই দশটি অজানা তথ্য

