২০২৬ সালের বছরের ফিটনেস রেজোলিউশন হোক বাস্তবসম্মত, বিশেষজ্ঞদের পরামর্শ অনুযায়ী (New Year Fitness Resolution)। প্রতিদিন মাত্র ১০ মিনিট ব্যায়ামেই পেয়ে যাবেন সুস্বাস্থ্য, ফোকাস ও মানসিক ভারসাম্য। আপনি নিতে পারবেন জীবনের সেরা সিদ্ধান্ত। তাহলে আর দেরি কেন? শুরু করুন নতুন উদ্যমে।
নিউজ অফবিট ডিজিটাল ডেস্ক: নতুন বছর মানেই নতুন প্রতিজ্ঞা, নতুন উদ্যমে শুরু করার সময়। আর সেই প্রতিজ্ঞার তালিকায় “ফিট থাকা” আজকাল সবারই প্রথম অগ্রাধিকার। কিন্তু বাস্তবের চিত্রটা একটু ভিন্ন। জানুয়ারির প্রথম সপ্তাহে যেভাবে উৎসাহ নিয়ে জিম মেম্বারশিপ নেওয়া হয়, ফেব্রুয়ারির মধ্যেই সেই কার্ডটা পড়ে থাকে ব্যাগের এক কোণে। সময়ের অভাব, কাজের চাপ, অথবা একটু আলস্য—সব মিলিয়ে নিয়মটা হারিয়ে যায় ধীরে ধীরে। তাই ২০২৬ সালের ফিটনেস রেজোলিউশন হোক একটু আলাদা ধাঁচের, নিজেকে একেবারে বদলে ফেলার প্রতিজ্ঞা নয়, বরং অল্প অল্প সময় দেওয়া।
আরও পড়ুন : ঘুমের মধ্যে নাক ডাকছেন? সাবধান! এটি হতে পারে স্লিপ অ্যাপনিয়া │ Stop Snoring Tips For Better Sleep
প্রতিদিন মাত্র ১০ মিনিটের শরীরচর্চা দিয়েই শুরু হতে পারে সুস্থ, সক্রিয় ও ভারসাম্যপূর্ণ জীবনের বড় যাত্রা। একাধিক আন্তর্জাতিক গবেষণা বলছে, নিয়মিত স্বল্প সময়ের ব্যায়াম শরীর ও মনের ওপর দীর্ঘমেয়াদে অসাধারণ প্রভাব ফেলে। বিশেষজ্ঞদের মতে, শরীরচর্চার শুরুতে সবচেয়ে বড় বাধা হলো “সময় না পাওয়া” — কিন্তু ১০ মিনিটের এই ফর্মুলা সেই অজুহাতটাই দূর করে দেয়। এটা এতটাই সহজ, যে আপনি চাইলে ঘরে বসেই শুরু করতে পারেন। জিম, ট্রেইনার বা দামি ইকুইপমেন্ট কিছুই দরকার নেই। বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO)-এর তথ্য অনুযায়ী, দিনে মাত্র ১০ মিনিটের হালকা বা মাঝারি মাত্রার শারীরিক ক্রিয়াকলাপও হৃদযন্ত্রের কার্যক্ষমতা বাড়ায়, ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপের ঝুঁকি কমায়, এবং মানসিক অবসাদ দূর করে।
অনেকেই ভাবে, ফিটনেস মানেই জিম বা ট্রেনার , কিন্তু সত্যি হলো, ঘরেই এই ১০ মিনিটের রুটিন করা যায়। শুরুতে চেষ্টা করুন এই সহজ ফ্লো দিয়ে। ব্যায়াম শুরু করার আগে শরীরকে একটু “ওয়ার্ম আপ” করানো খুব জরুরি (New Year Fitness Resolution)। এই ২ মিনিটে আপনি আপনার পেশিগুলোকে সচল করেন, রক্ত চলাচল বাড়ান, আর শরীরকে পরবর্তী স্টেপের জন্য তৈরি করেন। জায়গায় দাঁড়িয়ে ধীরে ধীরে হাঁটুন বা হালকা জগিং করুন। কাঁধ ঘোরানো (shoulder rotation), হাতের বৃত্তাকার মুভমেন্ট (hand rotation), ঘাড়ের পাশে পাশে ঝোঁকা—এগুলো করুন ধীরে ও ছন্দে। পায়ের পেশি টানটান করে একটু স্ট্রেচ দিন। এতে শরীরের টান কমে, রক্ত সঞ্চালন বাড়ে এবং ব্যায়ামের সময় আঘাত লাগার আশঙ্কা অনেক কমে যায়।
হাত ও পা একসাথে ছড়িয়ে লাফ দিন, আবার আগের অবস্থায় ফিরে আসুন — একটানা এই রিদম বজায় রাখুন। চেষ্টা করুন এক মিনিটে অন্তত ৩০–৪০ বার সম্পন্ন করতে। এতে আপনার কাঁধ, বাহু, পা এবং পেটের চারপাশ একসাথে নড়ে, ফলে শরীর দ্রুত গরম হয়। জায়গায় দাঁড়িয়ে এক এক করে হাঁটু উঁচু করুন যেন আপনি দৌড়াচ্ছেন, তবে ধীরে ধীরে।
প্রতি লাফে হাঁটু বুকের কাছাকাছি তোলার চেষ্টা করুন। এতে পায়ের পেশি ও কোমরের নিচের অংশে টান পড়ে, যা চর্বি কমাতে সাহায্য করে।
হালকা লাফ দিন, দুই হাতকে ঘড়ির কাঁটার মতো ঘোরান। এটি একটি সম্পূর্ণ শরীরচর্চা, যা পায়ের পেশি, বাহু, এবং হার্ট — তিনটিকেই একসাথে কাজ করায়। প্রতিদিন মাত্র ১০ মিনিটের শরীরচর্চা (10 Minute Workout Daily) আপনাকে দিতে পারে সেই ভারসাম্য, যা সময়ের অভাবেও সম্ভব। জীবনের ব্যস্ত রুটিনে নিজের শরীর ও মনের যত্ন নেওয়া যেন এখন বিলাসিতা, কিন্তু আসলে সেটাই সবচেয়ে বড় প্রয়োজন। এই ছোট্ট অভ্যাস শুধু ফিটনেস নয়, একধরনের আত্ম-শৃঙ্খলা তৈরি করে — যা ধীরে ধীরে আপনাকে আরও আত্মবিশ্বাসী, ফোকাসড ও উদ্যমী মানুষ করে তুলবে।
Most Viewed Posts
- মোটা হবেন না, মিষ্টি খান নিশ্চিন্তে │ Guilt-Free Sweets for Diwali Delight
- Dharmendra death: ধর্মেন্দ্রর জীবনের এই ১১টি তথ্য অনেকেই জানেন না │ 11 Untold Facts About Dharmendra
- ২০২৬-এ মেষ রাশির জন্য আসছে বড় মোড় │ Aries Horoscope 2026 Full Prediction
- জানেন কি নবরাত্রির চতুর্থ দিনে মা কুষ্মাণ্ডা পূজা কেন বিশেষ? ︱Why Ma Kushmanda Puja on Navratri Day 4 is Special?
- Digha Jagannath Temple Facts ︱দীঘা জগন্নাথ মন্দির সম্পর্কে জানুন এই দশটি অজানা তথ্য

